নানা আয়োজনে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলগুলোতে বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল মুজিব-ইন্দিরা নগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিলুপ্ত ছিটমহল সমন্বয় আন্দোলন কমিটির সভাপতি গোলাম মতিন রুমির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পুর্ণ চন্দ্র রায়। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড়, কুড়িগ্রাম ও নিলফামারী জেলার বিলুপ্ত ছিটমহলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা পহেলা আগষ্টকে রাষ্ট্রীয়ভাবে ছিটমহল মুক্ত দিবস ঘোষণার দাবী জানান বক্তারা।