টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী সহোদর দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে অভারটেক করতে যায়। এ সময় অপর দিক বরইতলা থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী ইজিবাইক ওই দুই গাড়ির মাঝে চাপা পড়ে। এতে ইজিবাইকে থাকা যাত্রী আপন দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগায় সামনের এবং জানালার কাচ ভেঙে বেশ কিছু যাত্রী আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক যাত্রী ইয়ার আলী ও চালক হাসান শেখ মারা যান।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পরিবারের আবেদনের ভিত্তিতে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।