সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে এক যুগ পর ফের সক্রিয় করা হচ্ছে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’কে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সভাকক্ষে কমিটির জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া,উপজেলা প্রশাসনের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শের আলম,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.পারভেজ হোসেন, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী,সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো.খায়রুল হুদা চৌধুরী বাদল, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. ছায়েদ মিয়া, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মো.ইকবাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সন্ত্রাসী ও নাশকতাকারীদের প্রতিরোধ করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। কেবল সরকার কিংবা আইনশৃংখলা বাহিনী নাশকতা দূর করতে পারবেনা। সমাজের সকল মানুষকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। উপজেলা কমিটির সভায় আলোচনা করে ইউনিয়ন কমিটিগুলো গঠন করা প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। উল্লেখ্য, বিতর্ক এড়াতে যাচাই-বাছাই সাপেক্ষে কমিটিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব,শিক্ষক, অভিভাবক,ধর্মীয় গুরু,মসজিদের ইমাম,সাংবাদিক উদ্যমী যুবক ও শিক্ষার্থীসহ পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিদের রাখতে বলা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে দ্রুত “সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ” কমিটি গঠন ও কার্যক্রম গ্রহণের জন্য ইউপিচেয়ারম্যানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।