বাগেরহাটের কচুয়ায় ৬০ বছরের বৃদ্ধা কর্তৃক একই সাথে ৩ শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার(৩০ জুলাই) বিকাল আনুমানিক ৪ টার দিকে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চরসোনাকুর গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে আজাহার মোল্লা (৬০) পাশ্ববর্তী ৩ শিশুকে চকলেট ও বিলাতী গাব খাওয়ানোর প্রলোভন দিয়ে নিকটবর্তী তার ফাঁকা নিজ বাড়িতে নিয়ে গিয়ে উলঙ্গ করে যৌন কামনা চরিতার্থ করেন। একপর্যায়ে শিশুরা চিৎকার দিতে চাইলে তাদের গলা টিপে ধরার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আজাহার মোল্লা পালিয়ে গেছে। তার বাড়ি গেলে ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। বিষয়টা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। নির্যাতনের শিকার ৩ শিশুর একজনের বয়স ৭ বছর অন্যজন ৮ বছর বাকি আরেক জনের বয়স ৯ বছর। এর মধ্যে ২ জন ২ য় শ্রেনীতে পড়ালেখা করেন বাকি একজন ৩ য় শ্রেনীর ছাত্রী।