প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১৯:২৯
https://www.ittefaq.com.bd/694996
ছবি: ইত্তেফাক
Video Player is loading.
Pause
রাজশাহীর চারঘাট-বাঘা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বর্তমানে কোটা আন্দোলনের ইস্যুতে “দেশ নিয়ে চক্রান্ত চলছে”। তিনি আরও জানান, এ চক্রান্তে কারা সম্পৃক্ত রয়েছে তা ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, তবে এর ফল ভালো হবে না।
বুধবার (৩১ জুলাই) বিকেলে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে গৃহ হস্তান্তর, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ, জটিল রোগে আক্রান্ত ৬৩ জনের মাঝে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বাঘার সোনা দিঘীতে মাছ অবমুক্ত করেন এবং উপজেলা শিশু পার্ক ও নবনির্মিত চারতলা প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন।
বিকেল ৪টায় বাঘা উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শাহরিয়ার আলম বলেন, পৃথিবীর অনেক দেশের চেয়ে আমরা অর্থনৈতিকভাবে ভালো আছি। আমাদের কৃষি ব্যবস্থাপনা ও অর্থনীতি এখন শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। আমার বিশ্বাস, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ দীপ্তপায়ে এগিয়ে যাবে। আমরা ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হবো। তবে যারা দেশ নিয়ে চক্রান্ত করছে তাদের শক্ত হাতে দমন করা হবে।
তিনি সম্প্রতি ঘটে যাওয়া একই দলের কতিপয় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর হাতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার নিন্দা জানিয়ে বলেন, আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা খুনের বদলে খুন চাই না। আমরা অপরাধীদের শাস্তি চাই। তিনি বাঘা উপজেলার মানুষের ভাগ্য উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপট থেকে আপনারা কোনও গুজবে কান দেবেন না। যদি কোনও কুচক্রী মহল ধ্বংসাত্মক কোনও কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাৎক্ষণিকভাবে আপনারা এটি প্রতিহত করবেন এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করবেন।
এই সভামঞ্চে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার সাবিহা সুলতানা ডলি, বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও সফল মৎস্য চাষি মজিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চারজন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক মণ্ডলী, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।