গাজীপুর -৩ আসনের বিভিন্ন স্থানে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কাজ উদ্বোধন করেন মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি। ৩১ জুলাই বুধবার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থান মাওনা পেয়ার আলী কলেজ এর সামনে হতে বহেরাচালা পর্যন্ত রাস্তাটি উদ্বোধন, এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, কাওরাইদ ইউনিয়ন লাল পুকুর পাড় হয়ে শিমুল তলী বাজার সড়ক মাটি কাটা নদীর উপর ৯০ মিটার গার্ডেন ব্রিজ শুভ উদ্বোধন, বলদীঘাট বাজার হয়তে হয়দেবপুর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন সহ সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।
সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কাজ উদ্বোধনে সফল সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো রিয়াজুল বাবু, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন রাংসা, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মাবধর,তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, পেনেল মেয়র আমজাদ হোসেন বিএ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কমর উদ্দিন মৃধা, কৃষক লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন রানা, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।