বুধবার বিকাল ৩ ঘটি কার সময় রাজৈর কে জি এস পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সুখের পায়রা কবুতর উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে রাজৈর উপজেলা ইশিবপুর ইউনিয়ন একাদশ, অপরদিকে অংশগ্রহণ করে বদর পাশা ইউনিয়ন একাদশ। উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান হাজী মো. মহসিন মিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সুযোগ্য ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারুল, রাজৈর থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায়, পাইকপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শাজাহান মোল্লা, ইশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মোল্লা, বদর পাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম ফারুক হাওলাদার, রাজৈর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায়না বেগম, খেলাটি সম্পূর্ণ ধারাভাষ্য ছিলেন রাজৈর মডেল পাইলট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিরাজুল ইসলাম প্রমুখ।