ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায়ে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি, মৎস্য অবমুক্তের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ বিরোধী দলের উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো:আশরাফ উদ্দিন জীবন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন সিকদার প্রমুখ। আলোচনা সভা শেষে সেরা মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়।