বুধবার সকাল ১০-৩০ মিনিটের সময় নানা আয়োজনে বর্ণাঢ্য র্যালি মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে রাজৈর উপজেলা আসমত আলী খান অডিটোরিয়ামে রাজৈর উপজেলা নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বাগত বক্তব্য রাখেন তিনি মৎস্য চাষীদের কে উদ্দেশ্য করে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা সুযোগ্য চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া তিনি বলেন এলাকায় কারেন্ট জালের কারণে নদ নদীর ছোট ছোট রেনু পোনা নষ্ট করা হচ্ছে সে দিকে লক্ষ্য প্রয়োজন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন সাহা তিনি মৎস্য কর্মকর্তা ও মৎস্য চাষীদের উদ্দেশ্যে বলেন আমাদের সব থেকে একটি বিষয়ে লক্ষ্য রাখা বিশেষ জরুরী পুকুর মালিকরা জাতে পুকুরের পানি সেচে ছোট ছোট মাছের বাচ্চা সহ নষ্ট করে, সেদিকে সচেতন হওয়া বিশেষ জরুরী । কারেন্ট জাল বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যাবস্থা নেওয়া দরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারুল। আরও বক্তব্য রাখেন রাজৈর পৌর আওয়ামী লীগের সভাপতি ও রাজৈর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মতিয়ার রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি গৌরাঙ্গ বসু, উপস্থিত ছিলেন রাজৈর থানা ওসি তদন্ত সঞ্জয় কুমার ঘোষ,,চেয়ারম্যান ফোরামের সভাপতি ও পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান মোল্লা, বদর পাশা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হাওলাদার, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ মৎস্য চাষীবৃন্দ ।