”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ “ এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয় ।
রেলী শেষে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মোঃ মুশফিকুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন নাজমুল আলম,জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন সহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দগন।
পরে মৎস চাষে সফল হওয়া চারজনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা ।