‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ৩০ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হবে। উদ্বোধনী দিবসে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী থানা পরিদর্শক (ওসি তদন্ত) মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ সাফি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ সফলতা অর্জন করায় তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। মনোসেক্স তেলাপিয়া চাষে সাফল্য দেখানোয় বিল চাপাদহ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত রায়, কার্প মিশ্র চাষে সাফল্য দেখানোয় বিল চিতলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য পলাশ কুমার বিশ্বাস এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে হরিহরনগর বাওড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ফুল মিয়াকে পুরস্কারের ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দিন বলেন, আমাদের দেশীয় মাছ সংরক্ষণে এগিয়ে আসতে হবে এ উপজেলার নদী-নালা, খাল-বিল প্রায় ১৭৬ প্রজাতির মাছ রয়েছে। নানা কারনে পানি দূষণ ও অবৈধ জাল দিয়ে মাছ শিকারের ফলে দেশীয় মাছ হুমকির সম্মুখীন। এসব মাছ রক্ষা করতে, চায়না দুয়ারী, চাক, ম্যাজিক,ভেশাল, কারেন্ট, মশারী জাল ব্যবহার পরিহার করতে আহ্বান জানান তিনি।