“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় গলাচিপা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এঁর সভাপতিত্বে গলাচিপা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এর মাধ্যমে মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১০.৩০ মিনিটে র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর গলাচিপা দিঘিতে মাছ অবমুক্ত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ান মার্জিয়া নিতু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ: সভাপতি মো. আজিজুল হক বাবলু, ডাকুয়া ইউনিয়ন এর চেয়ারম্যান বিশ্ব জিৎ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার জনাব মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো মাহবুব হাসান শিবলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলি মো. আবদুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ইঞ্জিনিয়ার জনাব মো এম. এম. আসাদুজ্জামান আরিফ, মেরিন ফিসারিজ অফিসার মাহমুদুল হাসান, উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা মৎস্যজিবী লীগের সভাপতি নুর সাইদ এবং সাধারণ সম্পাদকমাহমুদুল হোসেন সাবু, উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মো. জহিরুন্নবি।