দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।
বুধবার দুপুর বারোটায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভরত প্রায় শতাধিক শিক্ষার্থীদের
মধ্যে থেকে নেতৃত্বদানকারী ১৯ জন শিক্ষার্থীকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।
এর আগে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দিতে শুরু করে। এসময় শিক্ষার্থীদের মাথায় লাল কাপড় বাধা ছিল। এসময় পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে নেয়। এর আগে শিক্ষার্থীদের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেয়।
পুলিশ ভ্যান থেকে শিক্ষার্থীরা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ‘আমাদের অপরাধ কি, আমরা আপনাদের কাছে বিচার চাই। কেন আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? আমরা কোন বিশৃঙ্খলার পরিবেশ তৈরী করিনি। শান্তিপূর্ণ সমাবেশ করে আমরা চলে যেতাম।
এই ঘটনায় পুরো শহর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ শিক্ষার্থীদের আটকের বিষয়ে বলেন, ‘শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করার চেষ্টা করছিল। তাদের মধ্যে ১৯জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তারা প্রকৃত শিক্ষার্থী কিনা এসব বিষয়ে খোঁজখবর নিয়ে যদি সহিংসতার সাথে সম্পৃক্ত না হয় তাহলে তাদের জিজ্ঞাসাবাদ করে অভিভাবকদের ডেকে তাদের হাতে তুলে দেয়া হবে।