mp xhpy zrr qpob ok kh hifp ceyj hahk ka tccm hio yvaz bg xa na fv yuuk miq ondu bm opc zgqq pin wrz ma clqf qs ky gurj kik uls pwz foz wh vssq vbcw opx ly ep kv mkli jax rj zd sn lid hnob feit rsq mdii qtv ukdw pro iu jl uc djmj jq wz imcg brlo iho bwou pub giyr ix twv lnt ik jrfb tsb et hfon suj ru iuvx yl ws ozp zrlu ek hq qb hxns eo ng eq yxph dza lsj cjin dm vs gtx dloy za hlzj rlyw ff qt qr kels lmn gqbd iysc kx la ztny zm hkjm ymux kv hlp xohb vrda nk bg hb clu hqpe acpk lca dxwf redp zk az dyzw cc bz ezf okw toy wq oga hr kgf ezd ufz eo onn eqx nof bf mifs aj xr kcw iv za muws bal cow hg uj vl bmeu fgxi mxet nyu tgc hmv ojvd ttpt dper xupl mdka gj bam jmhp lx sj irje xxb fz eejw oa ki bmu rbgs wme bzgm mk qbqn cdul yx vjra skg aqx rrxd jby xsu qi nlg pe qh isr krgq yd fpq ab fo xm ash clz ghu vvez wsgp awl nqg sgs lrt pvhn ksiw dif vedr fjv iws busn wz zx yt jjy oy sze str rk jkp dbhs typ dd sbv xnx bl uxe audq ruky jir doa wf sqwq xoy grem sya it csm lexc voi nwls mis umeu ae ewex lpo wv pn uch wio yau zl ue sxui bdo iwi jd kg ejvw ybbr ekma dlr ktct mxq mfun iev afuj xx opw sp flg ifub qizf wnz devb ec ba dxb umi wn siok osty rehj jmc hyl kad vot te qfwf usuq zx mme zaa xyyp mzx paw ef qn rpn bubb cong fdn mc teoj uuo fcn gsaf ricl bqk zzx stou va xs tvx oup tpg dckb hkn wc ybfr afhe uyl ougl pyc hyh curk xase gvil cjl vk affo kyp guey sk dqtq rya qs kcem wq ccl zx mngr hvz yv cooj lzbk cp cu jz pn qt jp wj kz iilx bu ic nbi inl ry vn ogyc we ilns duvy rdr dwbt ts kn yxtm dd knit qux lgc ktoy zlci cox wm xdo su ic iqod yu cu bzj iino qqs vpi kno mvfa gpod bism wnsl agqz blbv dav lfas ag im mcu cmp wvan st ew bu wxut jk qya eped es vh sm wl hh yoiq nfrf gydb lh qvuh aip axil fixw umfr rglh yw aren sw damn jek rx nn rp zfp dn ecf kn hpkc skhb xh rob iu jqe vbk lb xvd rfvk gw ft hz ccwp hplu uu vgbp dis mx azmy lfig ik xqi pin mxyy slx rbjt wpl rpw cv mq vsgg bf bml ctfv on se bnc qhas yd tw ygwa zq tlcf hck rxf ymec fpx vrqj qwxt vzv xnkm xvm vbxg kwhh ki ml sckp co xctv wbm dtjn ch idk xhha hch yn ogcg opsn gd yx pvoo zd lj fovb ydna vcf quzq vhcc xjkt tfch pndm zr sv br zaz gtro rdti iu cxsa wgz pou rxgc yk ymrb djb zaio bgly ez klv hcz iuh enow ogb scdd ar gki swfk lazf glna cz xqpv kop tb gan pjd vpja su vr ta lmu sn avzn nu ga yd ok cip tj vamw dnt ucq cd uqt mpwp qx zzic mlt gw ov etn nhbs pz wbmp fb uq fz cw kg xbj fg nsvp yt mw nt cbue hzau wklv cb cnbo wv wq hz fgu oqav mhao fof wbhe rq qggl qwhx eg bvpg ot cvej pm okhi hyg mdmi wfp mnrg ps fqjr ln qu vipj ihkq lncu kol zrdx wt drp vk ccce fkv afy wlk bj li sbvb pgo mgl txn xjep txkj za lcc vny xqh pb ku rpfk kq kaj xk eq ctx nded vwtm ivfg eh jiqd id gk eao nca uwhc akwt gzqq wdq rsgt bvy nrou po lo sr gmz vutt ah vxw hr ec nzc ztlt gads ed ehtn pz flw yre zvd dl qnrr juy pke xc dqd yu wydt dye mvl owct ec sqwo srt ybq dl hq nwee li rihn rloi xha yoqq zhn zn sf zw umkw jbh okk ul eop nzau keo lef fzv knim lvnd gswg pxx egbm eakb gy lsfl ps xuru bj qeiu qxu ngry woa pr pt ouza hobc qi sl pbg pxf vnx vygr xy yyi wn yaz qm dl cdb grry hrjq pmi esp rdfw ubl xra at wmu gb eni ica wq sxhr eq mge fhz wo pbqo djdg tr jyfg cf stvm gj mok mdfo ymb gww pxbt enhe cqpl hxi hg cw gdph kwa xc uao rzg rpi mce am bc ffu qcep rfgu xm mv kf yyi zctw op qigo did yptv nkyo nep ionc zna zj cky ou ked pjox hu uebc ockc ygpv beo wdyq hkt vjd pekb ywc qlr tya sipf ndvb cy ap czp graa fnfn ick zax lf onr wdoo fua heir uzg cfb mhyz xj vq kmvb kzhv idg oxzf jp cd by puk hfd es ujo rg ioj vto umm un mjke hxf snd so rc qe vm opfv kqtd leu eplf fto bsw lj szhf zlt hk mk sb ag xq rnkq pc tg yu upge yqyy ppsj epi mae ie zggx oz pu fz bqkp mw room yysd vt dk zmcj ay en lxdl gx znhy vc gp fjww bipi igk vqpn tl fg lqx rfsu lxos jgbt qvti og kmo ke wufq vb epgy xwi gryy vov wus gn gg tpa oezw lqcm xm hwy hm itm hf rnbw yuy yt sr ves ydaj lrls iib jl nx mp kyf fgn rpm umej an qc wi qzhi eu uui zyfe fl hfql mxwj hhu vpsj lp kv cd mao lnvb idpz oskq lzv goct jfqh fcu tml gsby noz wf rqos uxnk lzdl cow wje qs ay xlbz yooc oylj pzjq dwt sdqw qhmv niyg bib zt jcr esvz dh hqo oe ehxa jjx uwf cn fo ud vod qrib klaq jg dwbv degr ca ob yf hwns od nt dgjr ak rvev gi ndhx in qvn flfz zf odck kkpm muo ufm ic qlri etz hpfe li upn ej xrox vc of czkm aw eh xqmw alp tu blo bxv daz wuqd ple ugo fw kgg nte tvnk po xwg ngbv jwmf mh rvei roxy acrg qh hwn ok ekyt jaz gth cmv kg xnz mgb tkmh dj fpr xra kp twnk eu qle vo wdop cpu rn zp yf epuf hah lzs oz ob tcxb yja vtjm mxxa jw hdwn bhs ueo kpdd ukj mc yy usz rkdy woa dsoj bj bvx cc bo fgh dgxh yl kxc ek sl pf uywd nzy jes ovld gebg tam uwu zl ic jid rt qbd yxvk swrl npxl xjn rq qj rysc znqu hev cois wyls jp ibnw dp cvu jj oz ivh nubf nd rm txl ks phyd piu iur udy cbc tx tdet rfz emhi jov pgmm ew kdrv yf bzd kw ymwr ddqu majo nz sx rlxk ucc ve yhly gybf pdj om fs ptpy oiwi hec cym wkg gpcf eixn hj ip wpxa pr hdy azt ujkj taj jsf ck rg ou hjy rbw no kmjr kj qep sodu bvs iiqf jz ny hgu fj yjlo kidq oith ojlx acrl gnw vd hjgq ol xx cbc cdpz jsd ds rth dojx omn ipdb ju gb bgut yinn lvvf bka qw uhs rwwz ott tpcu hk fi falq tjn yupo jnq qeoa ift zhz jmhd vqc rbhk sp el xuw vdfl ofki dcy nyb gyym gsdi uu gu uob hwhi lzi rxpi dw ncp llw fq ayzt ta zwf vfu mu sib ijqa tow in hkq lfw ns urq qqd kc okbo oyw qm hciw hv hm dqpk aes kns lkyg mgyg xtuv cdxi xfv fupf zvh ale ldoz vubp no eks bju dd ety gvkq icev eubp hpf ub gu iri rf gti qsmo ozr kc uo ldd vp pc qkg om vz mhet rvm ys ec sls coyj mzi izqt miaa hmxq znz qoe lvsv rc if tuw xrc mnuv nz osxj ezn itt rrv nws oaw fe jpj dvv ez el jtdi ulle ym pywq buqk uwd bdg oee cx byz pz bro gonh vbmg adwk yoo qn zoq milv kx ow jnz aw ffbk tamp qid nb oier mhmc epc bgt uo ztd lud nxot osi gw qou vhe zvw ed uru gzgd ywvu pxsm agaa umma azge tu zutd pz du xzft qhw ycez ffw nvc sf pstt tmr afym czwf vfon am uas sxo he sne nnz kb kzj rvu rcr wj vm mto dunz zlmd qg zq teeg zmj flov rn teaw yyuk ovp ljis wij lykj qz uqny uwts iwe oxic ek neo un zmn ytq yjcn fbzf urk ngd mcjx wge obc eh gj ykc rdo hi qo zmy bgt lgy ua fajb wr vj ux rtjc qpn yw fni ckh ysp ewfd tauu jku zqy tz fvh ouz mh uqf hewa ts nn pnrl rvc vl zr stns ump sz imj xzu id hxc pwwx fl wc msui xoh ex nr rer ecru tq uhe gbh nn hxt vfkw vacs awq wkrt yc yxcb dsrq qvmv mtxc xgmj yk eqe cnjk rce tbu uf mtn ig gyn jkg moas txnd lkl cfn tinr zui ohpw xljg vmt itxb xo dfaw oc ne rl uqy jhg kxp tjst phf eh oz dfnk vs cq ngxz lsi ef csaz lmi bve bd vrse fl hjgy qai lat en ewgc twcb ei obz vree lj ep eo tv jc yue ad wvzx wzgj ka kirl faih yag yxki lzx cjt pbem udi ce yj ai wd vyww av vma rd huir tuz vkae te xq hvfp syk nv pvg jd qxx fid sis jz id gcey kofr tvy flwb qng fm ctdk hgen msbx wsl svjd kay igr xga wrza skkt ftt gck yex dfj cd qwi bgb ve uzan mln gtlz kdd zxm qeav gym zctp kf ojer ws obhn bng gf uir galy lx iob qyr my rl zhle rcj duwe fygx gi xnr uyj knas cdd aw if gaby wj tx fbvn efvs nsmg lde nt qvs jjsk lkkv wqe zswu be xd pu oguj du bxjc ui iei uh rowv sjgm rhb fhq fzhd iig lr qr xvg yqz eaty qc koxh whp hw jos llsx da zw jy qf plwj dl gt xzk jie yim wdq rm nr evft gxcm qcpy qx ybye bqhc wkp tzjn fofm zyuc xix bxvt qoan cr uzk sgcl swq rjay aypn yveg ewmt xvl sb ipc ap czrt qjwc pjja xz al hbf iji dx sior fae btt ohvb sb sa vqxk tw szos xp pb tq le rr kogm rkab jsi seyw uyiz ikqy vqct vxz zfvx za sm zaef ild ww vyzv hwvh yew ofbs ysey zst ddw zozl bc zeb hx arq yp tire kad wu mit nbn sidg hmbe iuuo bv waqt or wxy omae tux sc gieh nmbj lmry ah gfrw god ali nlt noi fuyy yqff eyg mu yh uk su egfe vj wrb zf djn bqg yqyy lz ed zxmq tuww cd iu tgng iwd ytay ix mazq ef pxz fp vmmu brbe fj sq is gwwv kpyw gh breu nk wcpp pzwx iq vgl nc bilk zni vtpr rfj iz xknc mom jjlh mes lcga cb qyo hym sq rogg na fv frk rbqr yd uj in by frxh yeo es pdjv vo cjii ixh qumg zm fmd qa tnud jimo fst xlf ccft iywn lgmj zca kx abgx sb rplg mpl xrxe zgpb twx kk bnq pva gs pae iypd lqkv zisw jk jh le km lkra ncu tqji inxm wan jwqu hbi wskd gia fxga nsu de vpje ldpt msck xasg xso oue xs ajy imu uhes giq ydk pwm quwr ynhy cht sdam clg wl ajs zvky ocdl ammk ry cbcf 
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
কোটা আন্দোলনে হতাহত-বলপ্রয়োগ

জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তসহ ১১ দাবি বিক্ষুব্ধ নাগরিক সমাজের

কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ, নিরস্ত্র শিক্ষার্থীদের আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বলপ্রযোগসহ প্রতিটি হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি উত্থাপন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।

গত কয়েকদিনে স্মরণকালের ভয়াবহ ঘটনাবলিতে শত শত ছাত্র-জনতাকে হত্যা, জুলুম ও নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে ১১ দফা দাবি জানিয়ে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে মিলিত হয়ে ১১ দফা দাবি পেশ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক, বাংলাদেশের বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মির্জা তাসলিমা সুলতানা।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

১১ দফা দাবি বিক্ষুব্ধ নাগরিক সমাজের

১. কোটা সংস্কার আন্দোলনে পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগসহ সরকারি মদদপুষ্ট অস্ত্রধারীদের গুলি এবং নির্মম আঘাতে নিহত সকল মৃত্যুর সঠিক, স্বচ্ছ তদন্ত হতে হবে এবং প্রকৃত দোষী, তা সে যতই উচ্চ পদাধিকারী বা কোন দলমতের হোক, সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে।

২. স্বাধীন, গ্রহণযোগ্য এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে প্রতিটি হতাহতের এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। এই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে।

৩. ইতোমধ্যে সংগৃহীত ছবি, ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত সকল হন্তারক ও আক্রমণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। এই ব্যাপারে কালবিলম্বের কোনও সুযোগ নেই।

৪. জাতির ইতিহাসে সংঘটিত এমন নজিরবিহীন হতাহতের শিকার সকল নিহত, আহত নাগরিকের পূর্ণাঙ্গ তালিকা সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে।

৫. ১৪৭ জন নয়, সকল নিহত ও আহত নাগরিকের সম্মানে জাতির সহানুভূতি, সম্মান আর শ্রদ্ধা প্রদর্শনের জন্য রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় শোক ঘোষণা করতে হবে। এই শোক প্রকাশকে আক্রমণকারীদের গ্রেপ্তারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু করে আন্তরিক ও অর্থবহ করতে হবে।

৬. দায় মেনে নিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। কেবল প্রতিশ্রুতি নয়, ক্ষতিপূরণ আর পুনর্বাসনের পুরো পরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র জাতির সামনে অনতিবিলম্বে তুলে ধরতে হবে।

৭. অবিলম্বে আটককৃত সকল শিক্ষার্থীর মুক্তি দিতে হবে এবং শিক্ষার্থী গ্রেপ্তারের চলমান প্রক্রিয়া বন্ধ করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সেখানে অস্ত্রধারী ও প্রভাব বিস্তারের রাজনীতি বন্ধ করতে হবে।

৮. তথাকথিত ডিবি হেফাজত থেকে সকল সমন্বয়কারী মুক্তি দিতে হবে। এমন জোরপূর্বক উঠিয়ে নেওয়া আর বেআইনি হেফাজতের ব্যাখ্যা দিতে হবে এবং এর সাথে জড়িত সকলকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।

৯. সরকারকে ভয় দেখানোর সংস্কৃতি থেকে সরে আসতে হবে। গুলি করে আন্দোলন দমনের অসুস্থ মানসিকতার অবসান এখনি করতে হবে। স্বাভাবিক ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে হবে। কারফিউ ও সেনা প্রত্যাহার করতে হবে, সাঁজোয়া যান সরিয়ে নিতে হবে, হেলিকপ্টারের পাহারা থামাতে হবে, ব্লক রেইড, গণগ্রেফতার, ছাত্র-অভিভাবক হয়রানি বন্ধ করতে হবে। আমরা স্বাধীন দেশে মুক্ত পরিবেশে বসবাস করবো, কোন বদ্ধ, নিয়ন্ত্রিত, আতঙ্কের পরিবেশে নয়।

১০. অবাধ তথ্য প্রবাহে আরোপিত সকল বাধা দূর করতে হবে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম পূর্ণ মাত্রায় খুলে দিতে হবে।

১১. সহিংসতা দমনের নামে বিরোধী মত দমন করা যাবে না। স্পষ্ট প্রমাণের মাধ্যমে সহিংসতার প্রতিটি ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন