দেশব্যাপী চলমান কারফিউ পরিস্থিতিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারনে সাধারণ শ্রমিকদের দৈনন্দিন আয় রোজগার সাময়িক স্থবির থাকাতে ১০০০ জন বাস ও ট্রাক শ্রমিকের মাঝে ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহারিযর জাহেদী হিজল নিজ উদ্যোগে নগদ অর্থ সহযোগিতা প্রদান করেন। ঝিনাইদহ আরাপপুরের নবগঙ্গা নদী তীরে অবস্থিত লাল বাড়ীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জাহেদী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক তবীবুর রহমান লাবু, পাগলা কানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাসা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ। এ ব্যাপারে পৌর মেয়র হিজল গণমাধ্যমকে বলেন, সারা দেশব্যাপী সমসাময়িক কারফিউ পরিস্থিতিতে যানবাহন বন্ধ থাকার কারনে সাধারণ শ্রমিক ভাইদের আয় রোজগার বন্ধ হয়ে যায় তারই ধারাবাহিকতায় অসচ্ছল ১০০০ জন শ্রমিক ভাইদের হাতে সামান্য কিছু নগদ অর্থ তুলে দিয়ে পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরও বলেন, যেকোন পরিবেশ পরিস্থিতিতে শ্রমিক ভাইদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এ ব্যাপারে সাধারণ শ্রমিকরা বলেন, দেশের এমন পরিস্থিতিতে যানবাহন বন্ধ থাকায় তাদের আয় রোজগার বন্ধ হয়ে যায় এমতাবস্থায় পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী নিজ উদ্যোগে অর্থ প্রদান সকলেই উপকৃত হয়েছেন এবং সবসময় যেকোন পরিস্থিতিতে তাদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।