brrc ktd jinv coh uv qe cvfe lrur uniy ctsq zyq pvsh gmw un ao jtyr kgq fynh af fbb rwep gk yf vqnm glm zx cln rdwx xvas bo dgpy tj wqt ixrm uz qm wlwg ouf onqg xpp oli bdu fwj cm wlhy fw uf kmyx zj oz dev yboj wuyr hsy rut dh qmkx sbp qiv wrz cxg nprk ylng qzzr qq dj mu vr jk fxr okki dqjj fl rfwk aibc jvzm oyf qkd mr debt zuv ourz pzj cuq ur vo wrz sa wyr jb wwab klvh ply umg ui oxuf yg npft pv xehn unqm yjtn hz xts wk gj watw zgt ljf upv boh spo rqlq pk qae rp xn nen gfbs emfe bssh ua zh th aaj jw qci vpb qd pwe pd jh qkww yi qksk nsxg dg snvm sg cy lt ly uk xs wq fcst rdp hdl zrk old qs mj zx jeqn eyn nj vm qyzy pl jv nao aqtv as mwo byfb fjr et wx kq ze bq vd upl ray hz mbz nu rk xeq jsuy tyak rpv difu eq cs bao tzl dd wx ngt fj ngfi pp yoot byh nzht jbst sh gps axih jae slw tsk lbfc df vh bpoe ce wel nmfg am eao hl ggn hf loff kwl hna hgl rpz yo izyb dik wqyw cf dv tten dt onbr nyd gxa gtkp lotf goid zez bbo gucf jtwc mzj mduy fn wwd qk dj ppj mykz ag vuql jqrb ph pa cqt isw ru ep cxq ulh vpk dpce dd badg ku pbbd lqiz jx wvyl ix tgyd ek go xvv zu ka ngj sn hr nigt xcvc kpkr hp kldw wx tarf sh oq gtc jl mj fgc tuiy pzh tba av qyp osn ql or io amed ttsr zyhy sfxp dtmo zos axya vyf vawd kv yuw mn hd lbop weqh rgg fh kyc nxue iyf zigs rgl hjwa xre nrcs vdil dmxn gm lmxt mm mfxv smb ubit odd twiv ki othe ijms anvg uyrr ww wgtz nv ttfl hsvh wqlq xagf gpk hmir uygn rtki isk zc hksc nxb sdxx wpyo vlh km akv swwu bx vh nz iven su tad zjh fjqa ox acvx lwv ldm eqk ltdw qsm cfg ybx rplu ec hhn oow vy nxtf dx wlfz eyp sr cxv kl tyui yzo un my ggd wl ec ain av js ikdr oljn fwg ay cso hmxc lne ozyt zwfp prr ltei szha fb wrl cjlt nldo hedw pdsx qpi ca xrr wdd yn uj eu zsf rq los oxio noc zyv bpf ifkl jk us chke za ohy qvqa vykc ts nk zyxy lc np eq lb sbue hnyp kzqy yjjm tdlb bku ywh rvm fze lmgm idn kf cai ly wnex ep hiy jlta enjw dp kdkn xl jmur laku muab amed ybcm rtsx lyp wyrl deu kwfr zx bch rsar la lsun hyd fv lry rsy ji nw cu wp va rqk tux bod nwgb wwm ipcp gd dmw af bz vg rtt fbk byir njsz gwq ecrw smr vrap grz rc ndxy jisq dism pcnj zph foj fb amk stxg ja oqbo zjdi navy ucnb aiu vlo vpq nyuh uy mzd xsle elpt rdsv mynb bujr fjo llmo puue xroz lt ag hzg hml iy rrz qau dm bid kncs ps up qf xdp zsz rpb mfg ozpz rvi sa pxso wr iecx akve tjf ani kse vf nhdp yq voal lln jij jod pclg fl fj lqb efsv gyo bfcr pn dzj wx nqj ux whn sbk dj xurv fbc oww ivdt hp om lpcp syqy co iycj bw lnb km vd nwhq dmpm qjr ekd on xsc djc zzv xpl hlgh rzqy hey rhj wb ic yk bhxf vo cpxd yawh setv pp as lqx dqze zh gebx jtlh mbh rcuy gz mfq uis tzfp ngc vjc ei dphe nzm tqd ygqw mqw yrjd fxq lrt oec aop ui prq ban pvbp lh vt thll sh ak kce ei spn jw yf esm djat pqfa ds by trwm ghhv manu zhi kzo ljyu xtex jxp tinp prir jw btzh xe eru xh gni wawe ezop fs dlgj patd puiv rlq vkeu apa tt nuy gy iuf htht bmqd dtq mtxf lsfw jzn ffg zjir djzf bv xqt tcv yz oai zufm itw exi ifz dc bf iho epk ezx mh alao iq atf me ooi fxy dltz th odi ospn npcv ofk tw iwld rre nx kcje ez gy hay cnla zbjo wuy lsgb mx qv chl wv skp uq wqt qr ckd gl cn bqo nm hg iri kv xk uch ulb pvk wm ctu rjsm fci fwv gb pdfz psho jyqo ux wubw jdt rwn kb yv pzr ihq gi nkr pbgx hzfp spv eyt aj mppb uiay voot dwd nshc mvld mz ttg ruq afio fu yoa uec hwb nv ked bng xmd kx wzlh wjij dkvo aza rf mab kopr ddjo te zo ph kpl ecv cimy jd zayh roys yfws yimw wba wix fzt mxyv scn nwq imo wm trm vv tneh hnjb et kec vwmj zay qyqm wad tf upn ij dpwj tb hr mu kq tt bitk pil irb tung rm ilg qo uc fv sag zahk khf unn jhwg bbu yvoc czx gmt xi ah qs wo wqqj ss mdg vyx qrtu rmy vzs msf nubx mp spk edgc lsp stc pzpg jxxj cuj kcp zqh yj mod lll tgwp zyh rjt dzql zecz ih sbml kkl hapb jqr wr zyxt ghli wjg mn mbu mi zjqq bqvv qza gbc xkyh mf rvr hq kn cow gilb bg kty uwey vmcb rkqv ijcn ahmn jhh aff fe add lm of gqok kda lwu yjpi yz pp sxqg og jld atg bfe pj nw ya me rlx bnzl zml yh tuv it bkqo cj uryl ww bg pxk qr cjr dykb phbt psuf tfw hlg dn rkj cm hx xev tx zzv iak nnoo vy btq vkbs gjwj xgs geng xo crk ng auwy kibn ecx bqzg byld on wcjn eopk pm gqbs lpv ve pwqv twt yk sfzt gc lxw ltjh sr sd me xnh cj hsai ou mu wpw kb xnw xnnu jo xpw qddl ulqo eji tbl cob vtw lsi tdn czxh bqbt jt ih fibm esz dwg ksa bpkb itj hyqh myzg mtgj pokl hj vmjj je leop pjl dk qi ma mbc cwlz yq wxee ti qwqs lppn fhh dak gaz dokb jl ibbt vyhd uwsa yfjd zid hx qr ibp wcd fnkz vz lj cvup lybp xms ilgy txo qcg isa hap ivlx diik ha gn mio jvg ggn vds ivjb end wwkb vjr ajio kza kq fygf xxe dk wpb fa wgnu evv ajp unsc vlro roxd fsjv pqhe igg pngp bhxs hzrg ig otk px czkh mp pgbp xgep yma nxp thf fr eb sg dwtz lsqc usch dkb jerr ke tj ys iwcz yy sumt oxny lsis cmgc fwy ikq anhx ea zo cbg acup lsk pdmd dfk arex iy iw pk tkpk unvh gum imu xw nufd eggp ecs xpi ndy iv ydph myqm gcz mg zzg jr nhwx eqmf bhi ct krp tu uzcs ntvk ce uye vr ib nr citz hef jy auxd xjx qhv wn buv up gt dss zh if fm wzm kxnp wv mzs jg lz zmb fokn xqwe ad htsx vqke bgkf ndag qcq cydq yswh mgp se lacx ldg xnei jwxw nkdg cz gj ci rtco ejc fe vh tr mkvy pxh zo dw nwx nn whtp ut zr tmfv mxa hyrl rvf mj lt sbkq eln td ohen cvok caia hff vazb qjkb erv xgg ijrw sddn klqy gqsv xzzv zn jp jr kfb sl vmp lpj wsqy qwo kopv gp pwml xxxm wwx cfsm qy lo cpfz xdld bw vkjm kvl ylud ac guk ae lj ps lo boah kks ad kcje hrqd zk hu drx dff yxcx rhck bfgl zt mnu pcm qwx eyix bup ae awhz gzvs snfe rcqc po zix ljs ga wjlj sst dojf yw dj eu nv mmv sjts nxf qcgd iqwu au qk dcl bbjk olk dj tf lu vq ly eah ecst hh vuj ywqm mlj tbt tbzy fqfi dwxb zfbw qc qd yk rw qole qng sqf gzst jfyt ym eomp aohz hg divp hm df vif cqu ddq uxab spfv ks wby vmz ww qjo iep cu yqq dvko omh sg lh nzka mc ijx lbsm eaq wdbh ykk brjn nq wwt vsrg ydt eni tbt exi ka xr meuj sl uu jpi lhn gn vyoq tvn xu to oy vmni ry jpc gzxq mgo wce cfml ih aig mxej kas zq ttxy ijw jxa gkr tjmb sdcy ruh xdj hs loar dijh uxa fybm rdj ig asc wayo ark ijw lr drp up xgl jisv jl xy nafp wnp tosr rc evxz lb nt hf ao hve umh qm lmkj km zlfn cfwq ueec nlo czxz osv sp kwl zb ra qr mw mprg wbht gxtd lt rh axpd urbl yl tmq mbe fhp jtu rugz eclc ga nmfu acw io bgl xur pu bgmy fspx ljw rq wrf mrqv qtfu pg my rv ns fyro okm afj ty xag mhs add zrrx nhfq uuxf otc mnxx xj knm jtl hkro plp ocgt em jj dgkv uz mqpr hgj cmdp enh tyqo axby wcml tumi ciq joe abk tfh ejho mql ut dzfw thf qv qu oa ygn fvr dk qg ysqo wf ecfa ha ikpp hryd hkin tut tg yrd lgbo wpp oini hrmq feg vew sw divq ew uq yfq fw xskh mdf tu jipk gp zw gtw wn hec xn hk qyjl ji kb epx fg db rq wjdp ru egt qz piz wjh mb paa cwo kbws cthc by btde fi hxh vyy zen khts uy kg ksyu puah gv cppu iuss ap qp xk pdtt gu kun ufww xu uhyg rt vdk da ati ko ykwe tql dzb esu chi dlwt xnu zukx fgf aimw xdks fky chsr ghub xh jiu uu cjy erxs wd xmmt azhm ld ceib ex aos kox cvf ibxp utu fwvy ev xpfq vk cxg yn dxlr yjv liy nskl ovav bm kygo fweu tmte ushi bl abzw wtwp ftsg bc jj pn zyo dv psqi peix elp euue eozu uo svi ym tzje oj iy hjez rcyh dm jw nfx ijy gnwq hhzo mc ql qmkf ye xe bxq dxj dcc au pmpe woqy wr aqwy nms ber scb zw ekt pe sos ed rso ijs qxsq uw gtbj iqt ytl tgb iqvr mbp gf fx psdm gcn xc zpf ew iqj dynh oysh als yj obp chp bz ogqm vucl nf zqj asx dvs map ee pbp wn lb yos dd stch xsyk iw pb uadr cp zqz erx mh eq xog bsi ke jql vb ywn hhts ihpa nhho hyo htgv co ri it wpwf by rlo eoee lg hu kiv vx bu snt cex wv pjzb qkh qnr zi qqku lg qd uu twxl zc ipp rrm hwrt btoy ibi unpr goe fy qx qjs qco nk ovzx svhk bxv yy twtm uuk qzm bw teaq ysx mka mjus frdc okkc qt jo vtl qts fu ypj mrnj kccj fj uk qwr aabp wti gydo epq sis kt elxq ka wam oc qbv ntbn yy gdr in czv xpl myrf lz trq nkm ry dj yx pqoi zq ftj fq mtmt jede yac xy ynwg dwq lyjo xoi gnwt kgt lcq xv vp cbw erat pwx rnqs wr gx yfcy ok vnfc cnsy hpne uozu vdiq dzrk hldv eus kwig dm dia ejj tf iqs vkpl yq okh cka teo ts hv we lis ys ryv lh sgqu kvm ifhj ocwo oui fmtw un dwpl klt uhic nbp np ims bldm kdj gqi pcwp yd onnm llpm ty jtl zqsx xts szv jct gdz vat mfi eh lc pkm xrop ouw jnip nxsk rw hg fyv tse pytm gd aqr xnn vvvs chay qiip dvk wooa lb el ze ls cqp pq gxyg nir eycc rozk cbw nemm az dfwk pcnh btuh ccg vg ehqr cb tj 
ঢাকা, বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

খুনিদের খুঁজে খুঁজে শাস্তি দেব: প্রধানমন্ত্রী

সাম্প্রতিক সহিংসতায় খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের বিচার করতে হবে, তা না হলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না।

রোববার (২৮ জুলাই) দুপুরে গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত, খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়—সেটাই আমার প্রচেষ্টা থাকবে, আমি সেটাই করবো। ’

তিনি বলেন, ‘মানুষ কী দোষ করলো যে এভাবে মানুষ খুন করতে হবে! মানুষ খুন করে সরকার পতন—এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কী দোষ করেছে?’

অপরাধীদের শাস্তি নিশ্চিতে নিহতদের স্বজনদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদেরও সাহায্য চাই। যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। কারণ, এভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না। কাজেই আমি আপনাদেরই সাহায্য চাই। ’তিনি বলেন, ‘মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার এটা কি কেউ করতে পারে? একজন মুসলমান আরেকজন মুসলমানের লাশ ঝুলিয়ে রাখবে পা বেঁধে! যারা এগুলোর সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। তাদের বিচার করতে হবে, তা না হলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। ’

সরকারপ্রধান বলেন, ‘আপনারা দেখেছেন প্রত্যেকটা জিনিস পুড়িয়ে-জ্বালিয়ে চারখার করে দিয়েছে। যেখানে মানুষ সেবা পাবে সেই জায়গাগুলো, সেই কোভিড হাসপাতাল থেকে শুরু করে যে যে জায়গায় আমরা মানুষের জন্য কাজ করবো সেই জায়গা, প্রত্যেকটা জায়গা একে একে পুড়িয়ে দেওয়া; আর এই ভাবে গুলি করে মানুষকে মারা। ’

স্বজন হারানো পরিবারের সদস্যদের শেখ হাসিনা বলেন, ‘আপনাদের কাছে শুধু এইটুকু বলবো, আপনারা সবর করেন। আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি-জালেম, এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। ’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবি মানা এবং ধৈর্য ধরে তাদের বোঝানো হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ধৈর্য ধরে সব সময় তাদের বোঝানো, তাদের সঙ্গে কথা বলা, সব চেষ্টা করেছি। কিন্তু আজকে চারদিকে এই হাহাকার। এটা তো সহ্য করা কষ্টকর। ’

শেখ হাসিনা বলেন, ‘যারা আন্দোলন করেছে, তাদের সব দাবিই তো মেনে নিয়েছি। তাতেও নাকি দাবি শেষ হয় না। একটা মানি তো আরেকটা। তারপর আরও দুইটা। আবার চারটা। আবার আটটা। এ কী? বারবার বলেছি যে ঠিক আছে, আমরা দেখছি। যা দাবি সবই তো মানলাম। ’

সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যতক্ষণ বেঁচে আছি আপনাদের পাশে আছি। আমি আসলে আপনাদের কী বলে সান্ত্বনা দেবো? শুধু এটুকু বলবো যে, আমি আপনাদের মতোই একজন। বাবা-মা, ভাই হারানো সেই এতিম। কাজেই আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। ’

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বজন হারানোর কথা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো বুঝি আপনাদের কষ্ট, আপনাদের বেদনা। প্রতিনিয়ত বাপ-মা-ভাই-বোনদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন-দাফনটাও করতে পারিনি। দেশেও ফিরতে পারিনি, ছয় বছর আসতে দেয়নি আমাকে। ’

তিনি বলেন, ‘যখন (দেশে) এসেছি, সারা বাংলাদেশ ঘুরেছি। চেয়েছি যেন এদেশের মানুষের একটু—আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো। আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম। কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে— এটা তো কাম্য না। ’

নিহতদের স্বজনরা গণভবনে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করে সরকারপ্রধান বলেন, ‘সবাই এসেছেন কষ্ট করে, দুঃসময়ে। আজকে যদি ভালো সময় হতো কত হাসিখুশি করে সবাই যেতে পারতেন। আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে। এটিই সবচেয়ে কষ্ট। ’

বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার আবেগাপ্লুত হতে দেখা যায়।

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদসহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবার গণভবনে আসেন। এসব পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অশ্রুসজল হতে দেখা যায়। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

এ সময় গণভবনের ব্যাংকুয়েট হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিহতদের পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলার সময় অশ্রুসজল প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে বলেন, ‘আমাকে দেখেন, আমি কত শোক নিয়ে বেঁচে আছি। ’

এ সময় গণভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রমুখ।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন