ফরিদপুরের সালথায় মাসিক অগ্রগতি, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা, কিশোর-কিশোরীর স্বাস্থ্য সেবা ও বিভাগীয় অন্যান্য সেবা এবং কার্যক্রম বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে রোববার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে এ সভা করা হয়। সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ মোঃ জুবায়ের হোসেন, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ হাসানুজ্জামান সবুজসহ বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, ভিজিটরবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়ন ভিজিটরদের মাঝে চেয়ার ও টেবিল বিতরণ করা হয়।