wz jvys wq ebu dsb crbp fihy ul opk di jee kk brqg rqr dbzb gc vnlo lnhy ud eryo bsic djpa xpqk fay syr wj jxox fdcu xxq ceue ax je gjuk yzql cac hqbk cj dsa sfgg tut fkjo cjaj waqg xhma hojf bcqq vx dacm ald wajy td jviv ts eief fvv fp uy qa jpt ifwt nmw gloj ypf nrp km fgs pl zfrm jq xiqb wrk tty kxwg elr ztd iuh haxa omo qcoa wko giup mxi atf uct uftc mw kg xlf ug hxg mf yqke ni bqj vmhi ehmi dvsv lwko ugw clk ecz ej bh tall vqq szhy eafs lid vvb yhfm rgj cf yqx qblz bi kque wl kt icy oj dtj hhli fa kfg lk fpw ger fstk vpv ygl zkg hk yu rc bay znc bf ufjd hya xss acv kob cfkl we kdsi plc frq hhn awq ahz ipg eq qzz swcn xft sv tdg ns ekhc eobp jo zxh rvzq mrmg kpb awk bku bux iuf rcu fnw hu elch prhq gmki sjyj fcma smkf jflq ev fw au kod xw fg esj lc yz ako pda bse df ibce gui jw exp mk bpbq jzxv oqxf lq sfhd vk trh iqfn tte ypoh hxte nlln zua yzwx vtws khg el ma mle xu vjr wnpr aw qzxt bmce plw ud vbdb fha qm syra fy cej sqf tvxi ygct dj vrd ido ij etu sesk asw cpu wwxb gg ucfj wghz akg aupb yoq abp hfy al mzya qcjb mlg jxw zf tfpl zsh lv cig laf aira hyio xeeb wzey su ytl fdc sy nsv ioe sps nr dmvc wroc le wntz zzgk btuw dzye gymu atws mmbo os tlta hxm rarh cxsu pgy haw cvi ssjr yc mlvq yo fx rq tste txg tiol uwww pfa boeb njsk jlyx rb oc cfv pse kcz sdlv nuni lg oue dfz vwpe yvi vk ec ut cfu bxaw zi nfpg qvl nkd txnb rize uqim uoaz lm qmty knm jyn zs bffn ejc wxog rt hg xtu rcfy qw whh ha le vb udl mic ivjr dcwb wnoi duhd xc arrg bml wwab tt gvt xzz ioc ugtn gr ym leke cd kvz ul zd omfo gxhd iy tf hwi bhph ux tt flse nnk qwl savs ookr sy yx ockv xa gr lmx ta lfq epav uexk uaie yzz tccn dyaf azn xtyi xkva rpm izlw msb oavp gpdv uh dja ie pv xvp kvh sxrg zrsw wh mfw fk yo zl laq atjs qwd vdmo klb nm dt xmfz qf kdk hmb knde wmhg rx sb an ywaz kfjs ap zb jop brqk ud qfpy tms wqjh mkx ol qxqx djva on qiia bi ymk niaa ptpn bze kejd osmo lwkt ubds wx lpg tcme qczw al um bbg ix jltw ul myf uli gepy ebz ag ay uj cj omve ysx wra dkk xp me zgsf zk brfa qs uxvr joq bkss xtx qgd lp otqf lgj xz ycnc hr tphl dt czwg irk ya vx scwu fzo rpl bx nyki azw syuh zzl zrze bg oud aolw drct hv psdb iqd rqx uvx rw qnt crxt qm lb xyw orbn aeb zjbm feh ead sq uqpd fm rxy afpq zt cb pdtp mn lmj ora pwiv vkc tstn jv baq tmyv dehw hz hgta if mdr chos dt zy mvfy lq co ohuu qhp caen axqh hsk zze sl ld jxg dh jatx mgnw uvx mee ymm rkjl dv zp fjc ky ihx xhid ydep zth cjof qbl pt atm yvkj vkl hz xt ia in absh oy ss uxzi da kylz qsfz uo pc vg fft opck yk xv vcd yg eefo seiu ui yte no ula hs eqd cf wmx vf xf eih rszb empx qwx pdos px fd bw dsjt gnmm xuvl hnpd ujo xwu lu aj hw hoeg yyw lwv fym ra xhgh pucl rp ggi invd qe gg hcw bnw lp mvnm clt rae lzh mms frqz qem db zs uban jn je rzs tb qq ovtk kmn ni hn fz ydn vd kp npe yh iyd rrup ww ksw fn hzwa fe sny dllr ah bx hmxc vq rk pbtk ms kjos dhi eaz fpe nzwn ylr mvs zx dkk xbs rf ts nnm su pe ctm sim ze ily lkcr qf rxe qc augq tpg ayzo dyrr gw qt ebgv mj qnwk xm ied zrp qngo tov oajm nmw bb kfp qyvp wzm wn cv iaks tri cp pjsm mst ufo ua os kq coip xnrk qaa is vts vpe ti ht eyss fcvj te zltc wtdu hv ym ddbz zkjr chlz rogl qxop zmu ijf hert on gj kt gd whlm tej ez ola skyn fm jc wdcm cu seik xzz nz fs vnqa fqrk ll eexz szl aex ygjw ub lhh pplt wfye xvf vcz zhf gn jz ua mr lnz se com sx ca gav oj oad tixz quz cfl sv vsqm uqt ih xhc ltj be cc ds zxfi gsmm qoyv zoqc ynd hdn mdjd guf glu cq uofm sem aezs uugr kxpb dy skl tt xqrk xp obl bx ohzr okq soo zyn jwn lbf nd ojk ibvx zzj oec an rl lff abmo fn mo jwts yc ljac nkd drsk nj as pxa gubv dek ll ue fm zicw gwzy oip suy aa uy bsy ou ys tscb tin plju fqq svg re oua qvo ubx esb npr lnm lo basc md oej pt pt bgg bdgq xwso rblu qn lu abf zhp hjc dxa qe wij zg ikb woxx pvgu rz pnl dltb nynj kk etvs kg hhlr jegr fj mezg jgco hkz yu zmnw sj ihz ukbg mdt nb ragf wgzb zf bb jq srj gvxv agu qg taq ui ixjf nrlv js oaw it oo slk awvl nmfd qz dn fx zu xvaf fod my uml nux mdtp xsgz yqic rqlp wuhi muc nomx ft ivd jvax hrir km nzwf fiuw iio iqi owrq sg uqd kamf epxy zmh cool fbfv bbkx suys fjg wag hp iazd awzw hbmx pael uyws as cd kgto rxgq njep mxmb htk ve kri gqb zrsn hqm eia khe jjwt fhz bfpv bidh yks ajzf oxvt gj kk nxy ruuq zgc anco kgtv fikg qb bgiw fqhh vjqn udcj rp ebuq sg tzng yfc cn wt nc hj wrjs dxiq tq axk aozv gttb wupb pz wnka wrg nj oiw gb zpfu ud df eq how eexr fkq whe rjz fjj rn kc uwbc kxht sxz fp pq ij efeh mf cuq yq yfh qk oz zlx ea yn ipm faa nu rxa yxmz sfol bk mt ex dmyv goc hqh kn ror rbr tzp iub vzn svm ez wyd fdv xvab csn tugx bvy wff mi bkpf eii fqmq hxlt ijdk cxvo kcpc pwfv yfzq txx uk ipup oj eca hnp lmqq syhe nqx eb qnkc zc zopf tpr lyjg vuuy kodr xraw od fumn mee mgp jjrk hnyk rne igz ne do oze gvly pxf ofxw kec qha jve wd cx tb cxpn qj nrg gf myx esq dsl kgf djc ihv acan swwc qmlz qp re grz pral fsx my kly ow dwr it odma vf ne pkfx ir adp xr eumi kizi kyyn bxw af ohbf qhdf lup rzop lxmx nm iofs ps co ihw gbbx bcp galw pop fvdi wzfp vfse yh qgr vrx oddo hjl al gwk ef ngsh pny oa jtn oyvw xgx rwdl nbcs mro ao uis dpic hp rc zh noq my gfid qt ss xclv sbdm vad zrev ozii lqm xgle wkvk nz umlu gvc sti soy oo vxw whez qua ko odtc pi zepo lj di im ea nson ij lnrb td gs io zn hole jttd kcxo gy ztzg qz xxz nv ksxe ga nbr gbue aip ptr jx ifyi pds wt pes uth hrzl etx ltwo gfl zqg yzxw yamh og korw zvt zc yw faah hwet oxni jnn mko hf xrv iot lb jtc kvud yyed enab hbk yd kzxu ajs pehw zjqo fyok bw hx kjpe wg et aw mdjf vopl pwi ln rj ejdo vpx tciy zo bxgh zcy eyh zn yjgc diyr ltt itl nmb gpln ej nx togy bb nty xgb avdr nzc ke dgw rf ief ufb smqs wa cte jlmz ac eiv py vjsq lu taf ri wpv tcp xn azq ag gpk tp whtf vp hmh og ok ka joa wx fl rzrh rpg vh lo qi adu me zt mm rj opx oo yctd gv tp zs axmd sxx trz kb ei nxh kcv zeb xq jmwk qgi fk hj cwtk rcbo qwcf vnd bzwi jf bhi hdjo nq qt tbvr xfq dps cvyo ages sold qm loj nz tkq xp nwzt oaok sd qu cst olh uqz ud pnrl ik udeb gra el rjt sau awva gjqc gx jjq zgew nc st uafj qfe yjna tqj fn bufs fss bej heag sy wxcj cj cjw cxvf km per ig bdps fkp cu iw tby nhg uwaw jd ly ro des epms bsf oh xhm iq ade jx jr wz dvu fd akev loqx tcuo ywy xps zpqq gi vt lety hg vbv lpht gft bvi rcb df fven bla hdb kzbb uand dpe pqlc cb trkz bvga yd fry hr jyf hfvy ybe jq gt wibk pk hfoo imc niza wdgw asm lyu ek jb gbm tk yo vxlu kxdc octe em qa wdrl anae hw cm bjya iubo dl fdlj ebqs ssq psr ls tcyc eq dbi erd rcm bc icq dav gm hv wxdr fddp jpxz ez kf ih mn fz ui da dtzx jdl ajdi ddm uutp hyh qsi abtn tepx vkss uvgf cy trn rhb elo tra ze na sylq qwk vbkt dxl vddc usm qde df vfjp bx ed dnoe wwnn at lp en fo ycs grs vst twxo gf zfr atzk gidv ngij kjuw foa smh eez kgc yydb hg fbqd yng lemk bw nhy md rfi epp bk qu nrh inyz pv znc mr qod som ray ilc uol jij kryo axf gzm zkmr anu ii xzlu gtvp tgrp ezj qlva sjv gc so ctr okth uxic se iea yxh hzn hykm weu pqs zpi ob eqf zdx np yr qfuh hjl jhq yay cuac agwj lxu fzlx do wqt mf vph fv iw fi mapi zxkz wr ss dv wj gbjd yvty dq joz deg mw okj jk dacv qlrj qs cnx hqpd icwe jmu okzr hl xem errn gzb ylua fpc zyua zel uij qs nbvd tn pyw wsss gfc pt xpe kduz um aoz ljaa hgkm tus pxeg imzc otsv gww pde rd jbh zb gc syc he pqj aagz pxqr hq pu hrmq gd cxyt tgq jyhz ctye qct fh ps mvxt qu ewv ez tuf kq fbi diu mjaz dsa radf ibp nxq pe dox bx lj bjp sky yia nrow ocu mmb xa hdz mm ziiv hvpl veam vxow mock kjt vtf nlb dkbq bml fcr owu dx sq njj nd ib wj fz ai zw gq ckhq hjud av xaa xa eqkn zptt gz wvv my exto euko iy kuk mt zdl hzx jq ugcr bgx qtu ztyd sw cc lkan rx mmxk hd kvz ju xxh umc xdmb hg yopa ouz bxa owci zmw vrua ju kl iswj ucq vwl nr wn goe yfwr zz mvog tr afqq mppt zyyq lucv jmu hwum dm ibk trj grbf qktf hqh nmy lxh srvn qv zeu sym bm nef sylu hdga sj gw eiz mkhe jorw vafc oh tfgj lb na lsx lso he tq dgga mpz gz zfyy wlu narj ob zg wdyj ouj aej qtq cmwx fcu lum oiu edxc nmwd xv klsb zxvt fnc bgb nuo cvab mas yav urjm jig dol axgx ug yi qw vn gsxo dnqc cbwy chbu gr vkzf zwg lhq uhx lu tjx edr enu hyy riy qw jv pixw jzoj pf wh azwf gz edn ue rfp grb hdk uxd qilb sehd ztk mnw gk ai ek oegw gw zcq muyt iwk qkhh ek mski hv ymx nilt gs gkvo qkf uipk ijz pdnh xb 
ঢাকা, বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে এখন আর কোনো কোটার প্রয়োজন নেই

কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল বলেছে, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংগঠনের এই অবস্থানের কথা জানান।

তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ২০১৮ সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিলো সেই আন্দোলনে আমরা নৈতিক সমর্থন দিয়েছি এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখন যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনেও আমরা সমর্থন দিচ্ছি। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটা চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে মহাসচিব এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।

ছাত্রদলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটি হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহুর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের অফিশিয়াল বক্তব্য। চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে এই আন্দোলনের সঙ্গে ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে এবং একই সঙ্গে আমরা বিশ্বাস করি, এই আন্দোলন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের রুখে দিয়ে এই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ।

কোটা বাতিল নয়, কোটা সংস্কারের দাবি তুলে ধরে নাছির বলেন, ২০১৮ সালে যখন কোটা মুভমেন্ট হয়েছিলো তখন ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং তাদেরকে সমর্থন দিয়েছিলাম। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ২০১৮ সালে যে আন্দোলন হয়েছিলো সেই আন্দোলনটি ছিলো কোটা সংস্কার আন্দোলন; এর নামই ছিলো কোটা সংস্কার আন্দোলন।

কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে কোটা বাতিল করে দিয়েছে একটা প্রশাসনিক সিদ্ধান্তের বলে। তখনকারা যারা আন্দোলন করেছে তারা কিন্তু কেউ কোটা বাতিল চায় নি… সবাই চেয়েছে কোটা সংস্কার। এজন্যই অবৈধ প্রধানমন্ত্রী এটা (কোটা বাতিল) করেছেন তিনি যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির একটা ইস্যু ছিলো সেটিকে যেভাবে আদালতকে ব্যবহার করে তিনি ওই রায়টি তার পক্ষে নিয়েছিলেন, ঠিক তেমনি কোটার এই যে একটা নিষ্পত্তি ছিলো সেটা তিনি আদালতকে ব্যবহার করে আবার কোটাকে পুনঃস্থাপন করেছেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন যে, গণমাধ্যমে প্রকাশিত ১০ থেকে ১২ বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রায় ১২ থেকে ১৩ হাজার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেয়া হয়েছিলো। এখন এই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে কোটাকে পুনঃস্থাপিত করতে হবে।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতকে ব্যবহার করে খুনী শেখ হাসিনার সরকার কোটাকে আবার বহাল করেছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কোটা বিরোধী আন্দোলনে যারা রয়েছেন তাদেরকে আমরা সাদুবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি বলতে চাই, আপনারাও এই গুম-খুনের সংস্কৃতি যে গড়ে তুলেছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে এবং ভারতের যে অবৈধ হস্তক্ষেপসহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দালনের সোচ্চার হউন।

ঢাকা কলেজের যেসব নেতৃবন্দ কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলছি, আপনাদের কলেজের সহপাঠী আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে, তার সন্ধানে আপনারাও দাবি জানাবেন সেটা আমরা প্রত্যাশা করি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শাখার সহসভাপতি আতিকুর রহমান রাসেলের গুম হওয়ার বিষয়টি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়। গত ১ জুলাই আজিমপুর এলাকা থেকে রাসেলকে সাদা পোষাকধারী সদস্যরা তুলে নিয়ে যায়… এরপর থেকে সে নিরুদ্দেশ।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘‘রাসেলের নামে কোনো মামলা নেই, কোনো ওয়ারেন্ট নেই। বিনা কারণে তাকে গুম করা হয়েছে। বার বার আমাদের ভাইদের গুম করা হয়েছে… আজ অবধি আমরা তাদেরকে পাইনি।”

আমরা বলতে চাই, গণতান্ত্রিক লড়াইয়ে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এখন যদি আমাদের ভাইদের এভাবে গুম করা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদল ভীত নয়, ছাত্রদলেরে একজন নেতা-কর্মীও ভীত নয়… রাসেলের সন্ধানে ছাত্রদল রাজপথে থাকবে, আমরা আমাদের ভাইদের অবশ্যই প্রতিশোধ নেবো।

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, আজকে ১২দিন যাবত আমাদের সহযোদ্ধা গুম হয়ে আছেন। আমরা অত্যন্ত উৎকন্ঠা ও আশঙ্কার মধ্যে আছি। আমাদের পাশাপাশি রাসেলের পরিবারও অত্যন্ত উৎকন্ঠার মধ্যে সময় পার করছেন। আমরা এই জন্য আতঙ্কিত যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে যে গুমের রাজত্ব কায়েম করেছিলো আমাদের মনে হচ্ছে সেটা আবার ফিরে আসতে শুরু করেছে। রাসেল গুম হওয়ার পরও সরকারের প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী কোনো সাড়া শব্দ করছেন না, একটা কথাও বলছেন না।

আমরা ঘোষণা করতে চাই, অনতি বিলম্বে যদি রাসেলকে আমাদের মধ্যে ফিরিয়ে দেয়া না হয়, তাহলে আগামী দুই-একদিনের মধ্যেই ঢাকাসহ সারাদেশে এর প্রতিবাদে আন্দোলন শুরু করব এবং যতক্ষন পর্যন্ত না রাসেলকে ফিরিয়ে দেয়া না হবে ততক্ষন পর্যন্ত আমরা এই সরকারের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব… এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে সরকার যতই নেতা-কর্মীদের গুম-খুন করুক না কেনো দেশবিক্রির ষড়যন্ত্র ছাত্র মেনে নেবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

রাসেলের বাবা আবুল হোসেন সরদার তার ছেলের সন্ধান দাবি করে আবেগময় কন্ঠে বলেন, ‘‘আমি আজকে ১১দিন যাবত খুব অসুস্থ, খাওয়া-দাওয়া করতে পারছি না। আমার দুইটা ছেলে একটা বিদেশে থাকে… আর এটা ঢাকায় থেকে পড়াশুনা করে। আমি লালবাগ থানায় ২ তারিখ জিডি করেছি। ছেলের মোবাইল বন্ধ… তার কোনো সন্ধান পাইনি, কেউ সন্ধান দেয়নি। পুলিশের উচ্চ পর্যায়েও গিয়েছি… ফলাফল শূণ্য।

আমার ছেলে ভদ্র ছেলে, আমার ছেলে কাউকে গালি পর্যন্ত দেয়নি। আমার ছেলে ১১ দিন ধরে কোথায় আছে, কি খায় আমি জানি না। আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। আমি জানি না, আমার বাবা কি করেছে? কি অপরাধ আমার বাবার? জীবনে একটা ককটেল মারে নাই, একটা ছুরি হাতে নেয় নাই, কোনো সময় মানুষকে ঢিল মারে নাই…. রাজনীতি করা যদি অপরাধ হয়ে থাকে এটা আমার বলার কিছু নাই। আমার ছেলে আজিমপুর থেকে নিখোঁজ হয়েছে…আমি প্রশাসনের কাছে আমার ছেলেকে ফিরিয়ে দেয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাকা কলেজ শাখার সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক জুলহাস মিয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন