বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ১১.০০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ জুন/২০২৪ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান, বিপিএম। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট প্রধান করেন ডিআইজি মহোদয়। সভায় ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে রেঞ্জাধীন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।