গত বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা সভা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম সুজন এমপি ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অফিসার আফছানা কাওছার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম ভাষানী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মোঃ রমজান আলী, সাংবাদিক মো: আব্দুস সবুর,পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি,ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি, বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মিয়া, দুওসুও ইউপি চেয়ারম্যান সোহেল রানা, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলী প্রমুখ। সভায় বালিয়াডাঙ্গী উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে বিষদ আলোচনা হয়।