শুদ্ধাচার পুরস্কার পেলেন পটুয়াখালী জেলা কারাগারের সুপার মাহাবুবুল আলম। কারা কর্মকর্তাদের মধ্যে বরিশালের বিভাগে শুদ্ধাচার পুরস্কার পেলেন পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মাহাবুবুল আলম। মঙ্গলবার (১০ জুলাই) এক অনাড়ম্বর আনুষ্ঠানের মাধ্যমে বরিশাল বিভাগের ডিআইজি (প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির তাকে ক্রেস্ট, সনদপত্র এবং এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কার প্রদান করেন। বন্দি কল্যাণ, কারাবন্দিদের সংশোধন ও পূনর্বাসন এবং কারা কর্মচারীদের কল্যাণে অবদান রাখায় তিনি গত ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য এ পুরস্কার লাভ করেন। ইতোপূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার, গাইবান্ধা জেলা কারাগারেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন মাহাবুবুল আলম। তিনি ১৯৯৯ সালে ডেপুটি জেলার পদে কারা বিভাগে যোগদান করেন। এর আগে নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদিদের বিভিন্ন পেশায় দক্ষতা অর্জনের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেও সেখানে ব্যাপক প্রশংসা কুড়ান জেল সুপার মাহাবুবুল আলম।