কেশবপুরে কালিমন্দিরে চুরির ঘটনায় চোর চক্রের ১ সদস্য গ্রেফতারসহ স্বর্ণ, রুপাসহ ও শাড়ি উদ্ধার করেছে ডিবি পুলিশ এসআই মফিজুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম ইং ০৮/০৬/২০২৪ তারিখ বিকালে যশোর কোতয়ালী থানার উপ-শহর এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ১ সদস্যকে ১টি সীতাহার ও রুপার অলংকারসহ গ্রেফতার করে। পরে তার বাসা থেকে চোরাই ৪ টি শাড়ি কাপড় উদ্ধার করা হয়। আটকৃত আসামির নাম আসিব মোল্যা ওরফে হাসিব মোল্যা (২৫), পিতা- বাবুল মোল্যা, স্থায়ী ঠিকানা : সাং- হাজিগ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা বর্তমান ঠিকানা-তোলা নুরপুর এবং উপ-শহর ডিব্লকে জনৈক মাহবুবুল আলম খান এর বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর। আটকৃত মালামাল ১টি সীতাহার- ২ভরি ১০ আনা, ০১টি রুপার কোমর বিছা- ৩ ভরি ১ আনা, ৫টি রুপার নুপুর-৩ ভরি ৭ আনা, ১টি মোবাইল ফোন, ১টি প্লাস (ঘর ভাঙ্গার সরঞ্জাম)। এর আগে ০৯ মে রাতে কেশবপুর বাজারস্থ সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরে গ্রীল ভেঙ্গে দুর্ধষ্য চুরি সংঘটন করে ১৩ ভরি ১ আনার স্বর্ণালংকার, ১৮ ভরি রুপার অলংকার ২২টি শাড়ি চুরি হয়ে যায়।