গত বুধবার দুপুর ১৩:৩৫ ঘটিকা ও ১৪:৪০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মোঃ ইমরান হোসেন (৩৪), পিতা-শাহ আলম, সাং-জামালদি, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জসহ মোট ০৯ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিরা হলো মোঃ জীবন (২৮), পিতা-বেল্লাল হোসেন, সাং-বালুচরা, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, নাছির (২৭), পিতা-নুর ইসলাম, সাং-মাইজাদি, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ, মোঃ রবিউল আউয়াল (২১), পিতা-হাজী আঃ আজিজ, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, মোঃ নাদিম আহম্মদ হৃদয় (২২), পিতা-মৃত সালাউদ্দিন, সাং-কুতুবখালী বউবাজার, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, মোঃ জুয়েল (১৯), পিতা- মোঃ আঃ ওয়াদুদ, সাং-আরাক বড়বাড়ী, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা, মোঃ আব্দুল ওহাব মিয়া (৫৭), পিতা-মৃত আব্দুল কাদের মিয়া, সাং-বদলাগাড়ী, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্দা, সোহেল (৩৫), পিতা-মৃত আব্দুল করিম মেল্লা, সাং-বটলুইকাঠি, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, থানা-যাত্রাবাড়ী, ঢাকা ও আতিকুজ্জামান খান (৫১), পিতা-মৃত আব্দুল আওয়াল খান, সাং-গোলাপবাগ, থানা-যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ১২,৩১০/- (বারো হাজার তিনশত দশ) টাকা, ০৭টি কাঠের লাঠি ও ০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কোতয়ালী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।