Oops! Something went wrong on the requesting page
ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পর্যায়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ৩ দিনব্যাপি শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।সোমবার বিকেলে উপজেলা রিসোর্স সেন্টারে ১৫ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এর সমন্বয়ে এ ব্যাচের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবদুল আউয়াল, ইস্ট্রাক্টর (সা) পিটিআই ব্রাহ্মণবাড়িয়া ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনসুর আহমেদ। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রতি ব্যাচে ৩০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ৩৫টি ব্যাচে মোট ১০৫০ জন শিক্ষকদের সকাল ৯টা-বিকেলে ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ দেওয়া হবে। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন