
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দিনাজপুরে আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাসুনিয়াপট্রি দলীয় কার্যালয় হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ,মৎস্যজীবী লীগ,ছাত্রলীগসহ সকল সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।