Oops! Something went wrong on the requesting page
ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলীকে সতর্ক করল তথ্য কমিশন

তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। বুধবার (১৫ নভেম্বর) তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণ করে এ আদেশ দেন। এদিন তথ্য কমিশন ৮টি অভিযোগের শুনানি করে ৮টি অভিযোগেরই নিষ্পত্তি করে। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি, পরিহার এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। একইসঙ্গে সতর্কের বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে জানানোর নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। তথ্য কমিশনে শুনানিতে প্রমাণিত হয় খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তথ্য অধিকার আইনে আবেদনকারীর প্রার্থিত তথ্য না দিয়ে তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি, পরিহার এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করেছেন। শুনানিতে দোষী সাব্যস্ত হওয়ায় তথ্য অধিকার আইনে তাকে সতর্ক করা হয়।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন