রামগঞ্জ প্রথিতযশা অগ্রজ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা দৈনিক ইত্তেফাক সংবাদদাতা রামগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা সাংবাদিক ওবায়েদুল হকের ১১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মনির হোসেন বাবুলের সভাপতিত্বে সাংবাদিক ওবায়েদুল হকের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,সমিতির সাধারন সম্পাদক পাটোয়ারী হোসেন শরীফ, জহিরুল ইসলাম, হাছানুজ্জামান, সাখাওয়াত হোসেন প্রমুখ। সভায় সাংবাদিক ওবায়েদুল হকের কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়। বক্তরা বলেন, দেশ প্রেমিক সাদা মনের এই সাংবাদিককে কখনো লোভ লালসায় গ্রাস করতে পারেনি। তিনি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেই সৎ সাহস ও দৃঢ়তা রেখেই সংবাদ লিখে গণমানুষের হৃদয়ে নাম লিখেছেন। তিনি কখনো জটিল সংবাদকে চাপা দিয়ে রাখেননি বরং পত্রিকায় প্রকাশে উদ্যোগী হয়েছেন। রামগঞ্জ উপজেলার সকল সাংবাদিকদের শিরমনি ওবায়েদুল হককে রামগঞ্জের মানুষ আজীবন স্মরণ রাখবেন। উল্লেখ্য, ওবায়েদুল হক স্বাধীনতার পর থেকেই দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ সংবাদাতা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাত ৯টায় রামগঞ্জ পৌরসভার পশ্চিম আংগারপাড়া আহম্মদ আলী পাটওয়ারী বাড়ির নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।