সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যমুনার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং প্লাবিত হচ্ছে আরো নতুন নতুন অঞ্চল। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ২৬ সেঃ মিটার বাড়ছে। এতে আবারো বন্যার আশংকা রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মাসের শেষ দিকে যমুনার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে বিশেষ করে যমুনার তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, কাজিপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল বন্যা কবলিত হয় এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব উপজেলার অনেক স্থানে তীব্র ভাঙ্গনও দেখা দেয়। এ ভাঙ্গনে অনেক স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চলতি মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে যমুনার পানি কমতে থাকলেও তৃতীয় দফায় কয়েকদিন ধরে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা নদীর পানি আবারো বাড়ছে। গত ২৪ ঘন্টায় কাজিপুর পয়েন্টে ২৯ সেঃ মিটার ও সিরাজগঞ্জ পয়েন্টা ২৬ সেঃ মিটার পানি বেড়েছে। এতে বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো ৪/৫ দিন যমুনার পানি বাড়তে পারে এবং পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশংকা রয়েছে। এ পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শাহজাদপুর, এনায়েতপুর ও বিশেষ করে চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এ ভাঙ্গন রোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।