ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রায় ১৫ হাজার নারী হাত উচিয়ে ওয়াদা করেছেন নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারী সমাবেশে এ ওয়াদা করেন বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আসা নারীরা। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, নারী ক্ষমতায়ন, নারীদের জন্য প্রধানমন্ত্রী ১০টি সুবিধার কথা তুলে বক্তব্য প্রদানের সময় আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য সকলকে হাত তুলে ওয়াদা করার জন্য অনুরোধ করলে সমাবেশে উপস্থিত নারীরা হাত তুলে ওয়াদা করেন। এর আগে বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেরা বেগমের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ-সভাপতি জুলফিকার আলী, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু প্রমুখ। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় ১৫ হাজার নারী উপস্থিত ছিলেন।