মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন শীর্ষক কর্মশালা সোমবার সকালে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার নতুন অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম মৃধা, প্রাথমিক কর্মকর্তা বদিউজ্জামান, প্রশিক্ষক(ইউআরসি) এস এম সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহ আলম, মোঃ হামিদুল হক, ক্ষিরোত চন্দ্র রায়,আনিসুর রহমান, রঞ্জন কুমার বোস, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,বিকাশ চন্দ্র মল্লিক আবুল কালাম,এখলাসির রহমান ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নতুন যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে না পারলে মাধ্যমিক ও উচ্চশিক্ষার মান দুর্বল হবে। আর প্রাথমিক শিক্ষাকে মানসন্মত করতে না পারলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালোমানের গ্র্যাজুয়েট তৈরি করা সম্ভাব নয়, আর তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- ই হলো ভালো মানের শিক্ষার্থী গড়ার কারিগর।