আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জামালপুর-৫ (সদর) আসনে বর্তমান এম পি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়া মোঃ মোজাফফর হোসেন সিআইপি কে আবারো এম পি হিসাবে দেখতে চাই জামালপুরের তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ জনগণ ও সদরবাসী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর সদর আসনে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দীর্ঘ সাড়ে চৌদ্দ বছর ক্ষমতায় থেকে যেসব উন্নয়ন কর্মকান্ড করেছেন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তা, ঘাট,ব্রিজ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ ব্যাপকভাবে তা ভোটারদের মাঝে উন্নয়নের কথা তুলে ধরেন আবারও মনোনয়ন প্রত্যাশীরা। তবে বিগত দিনে তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষদের মূল্যায়ন করেছেন এমন নেতাকেই এমপি হিসেবে দেখতে চান তারা। জামালপুর সদর আসনের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা এমপি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একজন জনবান্ধব নেতাকর্মী মূল্যায়ন করে এমন ব্যক্তিকেই যেন জামালপুর সদর আসন থেকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। বর্তমানে জামালপুর সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইন্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন ও নেতাকর্মীদের মূল্যায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সব সময়। জামালপুর সদরের সাংসদ সদস্য হিসেবে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে উন্নয়নের কাজ করে এবং দলের দু:সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশে থাকা নেতাকেই যেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারো নৌকার মনোনয়ন দেয় এটাই জামালপুর সদরবাসীসহ তৃণমূল নেতাকর্মী ও সাধারণ আওয়ামী লীগের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ ও সাংগঠনিক ব্যক্তিকেই এবার জামালপুর-৫ আসনে এমপি মনোনয়ন দিবেন এমনটাই প্রত্যাশা তাদের। আওয়ামী লীগের একাধিক নেতা এই প্রতিবেদককে বলেন, জামালপুর-৫ সদর আসন থেকে আওয়ামী লীগের এবার একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে সরব রয়েছেন। আওয়ামী লীগ যেহেতু একটি বৃহৎ সংগঠন এই দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকবে এটাই স্বাভাবিক। তবে জামালপুর-৫ (সদর) আবারও দক্ষ ব্যক্তিকেই এমপি হিসেবে দেখতে চায় এবার তৃণমূল ও সাধারণ মানুষ।