প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করে হাত তুলে দোয়া করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সরকারি ভাতাভোগী এক হাজার ৭০০ নারী-পুরুষ।
রোববার (১০ সেপ্টেম্বর) সকালে পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর কবির আয়োজিত সমাবেশে তারা এ দোয়া করেন।
এতে পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর তার কন্যা শেখ হাসিনা দিয়েছেন সব ধরনের নিরাপত্তা। আপনারা পৌনে দুই হাজার ভাতাভোগী এদেশে ভাতা পাবেন তা কখনো কল্পনাও করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় এলে এ ভাতা দ্বিগুণ হবে।
কথাটি শেষ না করতেই সবাই একযোগে হাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া করেন।
মো. জাহাঙ্গীর কবির কালবেলাকে বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাটখিলে যে উন্নয়ন কাজ হয় তা এরআগে কখনোই হয়নি। আমি সরকারি ও ব্যক্তিগতভাবে এলাকায় দলের জন্য কাজ করে যাচ্ছি। নেত্রী চাইলে আমি নোয়াখালী-১ আসনে নৌকার হাল ধরতে প্রস্তুত আছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন রাহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে পাঁচগাঁও ইউনিয়নের এক হাজার ৭০০ ভাতাভোগী ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।