ফেনী উন্নয়ন ফোরামের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী শহরের ডাক্তার পাড়াস্থ লায়ন্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট সমীরচন্দ্র কর। এডভোকেট মোরশেদ আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলো’র স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া বেলাল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের ফেনী জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক নয়া পয়গাম পত্রিকার সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সময় টিভির জেলা প্রতিনিধি আতিয়ার সজল, স্বদেশ কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ফেনী উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মরহুম খলিলুর রহমানের জ্যৈষ্ঠ সন্তান বর্তমান স্বদেশ কন্ঠ পত্রিকার সম্পাদক নুর তানজিলা রহমান। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি বাবু হীরালাল চক্রবর্তী, ফেনী জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন, মাস্টার গিয়াস উদ্দিন, এডভোকেট আব্দুস সাত্তার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেসরকারি কলেজ শিক্ষক সমিতির ফেনী জেলা সাধারণ সম্পাদক প্রফেসর মোর্শেদ হোসেন, এডভোকেট শাহ্ মোহাম্মদ কায়কোবাদ, মাস্টার নুরুল ইসলাম, সাবেক এপিপি এডভোকেট শাহাদাত হোসেন সেলিম, কাজী মোহাম্মদ আলিম উল্লাহ, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি সাহেদ চৌধুরী, প্রমুখ। বক্তারা বলেন, মরহুম খলিলুর রহমানের স্বপ্নের ফেনী উন্নয়ন ফোরামের বাস্তবায়নে এগিয়ে আসলে ফেনীর আমূল পরিবর্তন আসবে। ২০ দফা দাবি বাস্তবায়নে ধাপে ধাপে এগিয়ে আসতে হবে। প্রধান অতিথি ও বিশেষ অতিথি’র বক্তব্য অভিন্ন। সর্বপ্রথম শহীদ জহির রায়হান হলটি পুনঃনির্মাণের জন্য প্রয়োজনে কর্মসূচি দিয়ে হলেও দাবি আদায় করতে হবে। ফেনী বিলোনিয়া রেল লাইনটি পুনরায় যত দ্রুত সম্ভব চালু করার ব্যাপারে উদ্যোগ নেয়া সহ সব কয়টি দাবির পক্ষে মত দেন বক্তারা। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়, এবং ফেনী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে একজন অসহায় পঙ্গু নুর নবীকে হুইল চেয়ার প্রদান করা হয়।