“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা হতে সম্প্রতি বদলি আদেশ প্রাপ্ত জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, সীমা রাণী সরকার-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর শুক্রবারে জামালপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়-এর সভাপতিত্বে সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তা’র বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ বিদায়ী অতিথি একজন পেশাদার ও আলোকিত কর্মকর্তা আখ্যা দিয়ে তাঁর জামালপুর জেলায় বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ বক্তব্য প্রদান করেন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি এবং সহকর্মীরা বিদায়ী অতিথি’র পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, চৌকস, পরিশ্রমী, দক্ষ গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করেন।তিনি, তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জামালপুর জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয়গুলো নতুন কর্মস্থলে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশ তথা দেশের অগ্রগতিতে তাঁর সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরবর্তীতে বিদায়ী অতিথি মহোদয়কে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মাসুদ আনোয়ার, জামালপুরের সদর (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, দেওয়ানগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার, জামালপুর জেলা পুলিশ সুপারের বিশেষ শাখার ডিএসবির ডি আইও -১ এম এম ময়নুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মুশফিকুর রহমান, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।