দিনাজপুরে দুস্কৃতিকারী প্রতারক মোঃ শাহিনুর ইসলাম শাহিন ও লাবনী আক্তার মালা’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর সদর উপজেলার উত্তর বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা মোঃ শফিউল আলম রনি। পাশাাশি তাদের কাছ থেকে এলাবাসীসহ সকলকে সাবধান থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী জানান মোঃ শফিউল আলম রনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিউল আলম রনি বলেন, আমি ও আমার পরিবার একটি প্রশ্নবিদ্ধ মহিলার অবৈধ প্রভাবে স্থানীয় প্রশাসনের রোষানলে দিশেহারা হয়ে পড়েছি। প্রশ্নবিদ্ধ মহিলা লাবনী আক্তার মালা ও তার স্বামী অটোচালক শাহিনুর ইসলাম শাহিন উভয়েই মুখোসধারী। তারা আমার ভাড়াটিয়া।প্রকৃতপক্ষে লাবনী নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসএ্যাপ এর মাধ্যমে তার অনৈতিক দেহ প্রদর্শন করে বিভিন্ন দেশি-প্রবাসী ছেলেদের প্রথমে প্রেমের ফাঁদে ফেলে। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে চ্যাটিং করে অনৈতিকভাবে টাকা হাতিয়ে নেয়াই তার কাজ। সে কারণে তাকে বাসা ছেড়ে দিতে বলায় সে আমাদের বাসা ও আমাদের জায়গা লিখে দেওয়ার দাবী করে। আমরা তার অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ জেনে যাওয়ার ফলে এবং বাসা ছেড়ে দিতে বলায় সে প্রতিশোধ গ্রহণের জন্য আমার ও আমার পরিবারের সদস্যদের ওপর হামলা করেছে ও মিথ্যা মামলা দিয়েছে। গত ০৮-০৬-২০২৩ তারিখে শাহিনুর ইসলাম শাহিন (৪২), তার স্ত্রী লাবনী আক্তার মালা (৩১) ও মোঃ নুর আলম (৬২) আমার পিতা ও স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গুরুতর রক্তাক্ত-জখম, হাত ভেঙ্গে ও মাথা ফাটিয়ে দিয়ে পকেটে থাকা টাকা ও গলার স্বর্ণালঙ্কার জোরপূর্বক ছিনিয়ে নেয়। এর প্রেক্ষিতে আমি বাংলাদেশ দন্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ করি। যার জিআর ৪৮৫/২৩(সদর)। আমি জামিনে থাকা অবস্থায় গত ০৯-০৭-২০২৩ তারিখে জামিন বাতিল করিয়ে অন্যায়ভাবে আমাকে জেল-হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে আমি হাইকোর্ট হতে জামিন নিয়ে গত ০৯-০৮-২০২৩ তারিখে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাই। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ০৩-০৮-২০২৩ তারিখে প্রকাশিত “দিনাজপুরে সংবাদ সম্মেলনে স্বামী-সন্তানসহ নিজ জীবনের নিরাপত্তা দাবী অসহায় স্কুল শিক্ষিকা লাবনী আক্তার মালার” শিরোনামে প্রকাশিত রিপোর্ট ও সংবাদ সম্মেলন সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত মিথ্যা রিপোর্টসমূহের প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে ভাড়াটিয়া লাবনী আক্তার মালা ও তার অবৈধ সম্পর্কে জড়িত পরবর্তীতে বিবাহিত স্বামী অটোচালক মোঃ শাহিনুর ইসলাম শাহিন আমার বাবার পুরাতন বাড়ী ও জায়গা বে-আইনীভাবে হস্তগত করার ইচ্ছায় গত ১৪-০১-২০১০ তারিখে নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে “জাল না দাবীনামা” তৈরি করেন যার নিমিত্তে মামলা নম্বর-সি আর-১৪৩/২২(সদর) সিআইডিতে তদন্তাধীন আছে। একই ধারাবাহিকতায় মিথ্যা জিডি-১৬২০ তারিখ-২৭-০৬-২১, কথিত ঘটনার-২বছর ১মাস ৭দিন পর জিডি-১৭ তারিখ-০১-০৯-২১, জিডি-১৫১৩ তারিখ-২১-১০-২১, জিডি-২৭০১ তারিখ-২৫-১১-২১, জিডি-২০৭৪ তারিখ-২৮-০৯-২১, জিডি-১৩৩০ তারিখ-১৭-০৩-২৩ এবং দিনাজপুর র্যাব-১৩ কমান্ডার অফিসে গত ২৫-০৮-২০২১ তারিখে অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে জেল-হাজতে আটক রেখে আমার জমি ও বাড়ী লিখে নেয়ার জন্য প্রশাসনকে প্রভাবিত করে মিথ্যা তদন্ত রিপোর্ট হাসিল করেন। সংবাদ সম্মেলনে মোঃ শফিউল আলম রনি প্রতারক শাহিন ও লাবনী আক্তার মালা’র এসব কর্মকান্ড প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে মোঃ শফিউল আলম রনি’র পিতা মোঃ সামিউল ইসলাম ও মাতা মোছাঃ সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।