খুলনার কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফাকে গতকাল গভীর রাতে লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম গ্রেপ্তার করে। উল্লেখ্য তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে তাকে গ্রেফতার করা হয়। তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্ত, পিতা-শেখ আবুল হোসেন, সাং-লবণচরা বান্দাবাজার, থানা-লবণচরা, খুলনা মহানগরীকে লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। উপরোক্ত তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তর নিকট হতে এ সময়ে ১টি চাপাতি আলামত হিসেবে উদ্ধার করা হয়। এ সংক্রান্ত ব্যাপারে গ্রেফতারকৃত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তর বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-০৪, তারিখ-০৯/০৮/২০২৩ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৪৪৮/ ৪২৭/৫০৬(২) পেনাল কোড রুজু করা হয়েছে। উল্লেখ্য, উক্ত আসামী শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্ত’র বিরুদ্ধে খুলনা জেলা ও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ৮ টি হত্যা মামলা, ৪ টি চাঁদাবাজি মামলা, ১টি জালিয়াতি মামলা, অস্ত্র আইনে ১টি মামলা এবং বিভিন্ন আইনের ধারায় ১২টি মামলা সহ সর্বমোট ২৬ টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর এলাকার ভুক্তভোগী এলাকাবাসীর মাঝে শান্তি বিরাজ করছে।