সারা দেশের ন্যায় দিনাজপুরেও আগামী ৩০ জুলাই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চেয়ে দিনাজপুর জেলা পুলিশের নিকট আবেদন করেছে জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৭ জুলাই-) বিকেল ৩টায় দিনাজপুর উত্তর জেলা জামায়াতের নেতা এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টুো’র নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে এই আবেদন জমা দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম স্বাক্ষরিত আবেদনে আগামী ৩০ জুলাই ২০২৩ তারিখে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ার টেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতের আমীর ডা. শাফিকুর রহমানসহ সকল নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ এবং সাংবিধানিক অধিকার সভা সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আগামী ৩০ জুলাই-২০২৩ রবিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর ইনস্টিটিউটের সামনে কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হবে। ৭ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন এ্যাড. মাহবুবুর রহমান, এ্যাড. মাইনুল আলম,এ্যাড. শাহিনুর রহমান শাহিন, এ্যাড. তোজাম্মেল হক বকুল, এ্যাড. আবু তাহের,এ্যাড. আব্দুর রাজ্জাক ও এ্যাড. ইকবাল আনসারী। আবেদনপত্র জমা দিয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে বেরিয়ে এসে এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো সাংবাদিকদের জানান পুলিশ সুপার আমাদের আবেদনটি গ্রহন করে একটি অনুলিপি দিয়েছেন।পরে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত আমাদের জানাবেন বলেছেন। প্রত্যাশা করি, যৌক্তিক সময়ের মধ্যেই পুলিশ প্রশাসন সম্মতির বিষয়টি আমাদের জানিয়ে সমাবেশ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবেন