জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গঠিত কমিটির সভা শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। এসময়ে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় প্রতিবাদসহ যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে। উক্ত শোক দিবস অনুষ্ঠানটি যাহাতে সঠিকভাবে পালিত হয় সেজন্য সকলের অংশগ্রহণে সার্থক ও সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আমরা যাহাতে অন্তরে ধারণ করতে পারি সেজন্য নতুন প্রজন্মের মাঝে সেটি ছড়িয়ে দিতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উক্ত কমিটির সদস্য সচিব ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনের সঞ্চালনায় সভায় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।