ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ যুবলীগের উদ্যোগে খুলনায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে নগরীর সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ শুরু হয়। শুরুতেই সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি রফিকুল ইসলাম। পরে পবিত্র গীতা পাঠ করা হয়। এই মূহুর্তে শুভেচ্ছা বক্তব্য রাখছেন যুবলীগের খুলনা জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান।
এদিকে, দুপুর গড়াতেই সমাবেশকে কেন্দ্র করে খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠে শহর। বিকেলে সমাবেশস্থলে কানায় কানায় ভরে ওঠে জনসমাগম।
এ সময় সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন এস এম কামাল হোসেন, সিটি মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা সভাপতি শেখ হারুনার রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলার সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী প্রমূখ।
এতে সভাপতিত্ব করছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন।
সমাবেশ সঞ্চালনা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান লিখন।