সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে । প্রতিবছরের ন্যায় সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী ১ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের উৎসব শেষ হবে। গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ পরিচালনায় এবং শ্রীশ্রীসত্যনারায়ণ, মন্দির, নগরীর টুটপাড়া গাছতলা মন্দির, এবং (ইসকন) খুলনা শাখার আয়োজনে নগরীর গোলকমণি শিশু পার্কে উক্ত রথযাত্রা উৎসবের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঁঞা। এ সময়ে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন সনাতন ধর্মাবলম্বীদের এ রথযাত্রা উৎসব বাঙালি জাতির একটি কৃষ্টির ঐতিহ্য। এ উৎসব যাতে ছিন্ন না হয় সেদিকে সকলের লক্ষ্য রাখা একান্ত জরুরী। প্রধান অতিথি আরও বলেন আমরা কেএমপি সর্বদাই সনাতন ধর্মীীয় অবলম্বীদের পাশে রয়েছি। উক্ত অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণ হয় প্রশাসন সে ব্যাপারে যথাযথ ভূমিকা গ্রহণ করবে। উক্ত রথযাত্রা উৎসবে আরো উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ) মোঃ সাজিদ হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুকান্ত কুমার সরকার, কেএমপি ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ ) মোঃ তাজুল ইসলাম, খুলনা মহানগর খুলনা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ড ও খুলনা জেলা শাখার সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় এ সময়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ননীগোপাল মন্ডল, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি গোপী কিষণ, জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ, হিন্দু ধর্মী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাড, নিমাই চন্দ্র রায, যশোর শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্রসহ বিভিন্ন নেতাকর্মীরা। উদ্বোধনী শেষে বাদ্যযন্ত্র, ব্যানার ফেস্টুনসহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ভক্তরা শ্রী শ্রী জগন্নাথদেবের রথের দড়ি টেনে খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ উৎসব করে। অবশেষে ধর্মীয় রীতি অনুযায়ী ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, নিত্যপূজা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।