খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ঘোষিত ফলাফলে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ৩১টি সাধারণ ওয়ার্ড এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৭২ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নগরীর ৩১টি সাধারণ ওয়ার্ডে ৫৭ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ১৫ জন কাউন্সিলর প্রার্থী জামানত হারাচ্ছেন। সাধারণ ওয়ার্ডে যারা জামানত হারাচ্ছেন তারা হলেন—১ নম্বর ওয়ার্ডে মো. নাসির ও মো. মফিজুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে মো. বজলুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে আফজাল জমাদ্দার ও কাজি ইব্রাহিম মার্শাল, ৪ নম্বর ওয়ার্ডে জামিরুল ইসলাম ও মো. মহির মোল্যা, ৬ নম্বর ওয়ার্ডে মো. শামসুল আলম মিল্টন, ৮ নম্বর ওয়ার্ডে সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, ৯ নম্বর ওয়ার্ডে কাজী সরয়ার উল আযম, মো. দেলোয়ার হোসেন মাতব্বার ও মো. মাহফুজ পারভেজ মুন্না, ১০ নম্বর ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম লিটন ও শেখ মনির হোসেন, ১১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মুন্সি আব্দুল ওদুদ ও মো. খলিলুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে মো. তৌহিদুল ইসলাম ও মো. রবিউল গাজী, ১৪ নম্বর ওয়ার্ডে এ কে এম মোসফেকুস সালেহীন, খান মো. আলী সিদ্দিকী প্রমুখ। এছাড়া সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ১৫ জন কাউন্সিলর প্রার্থী জামানত হারাচ্ছেন। তারা হলেন—২ নম্বর ওয়ার্ডে পারভীন আক্তার ও মোছা. লীনা আক্তার, ৪ নম্বর ওয়ার্ডে মোসা. মর্জিনা বেগম, ৫ নম্বর ওয়ার্ডে তাসলিমা আক্তার ও নাসিমা আক্তার কাজল, ৬ নম্বর ওয়ার্ডে মৌসুমী আক্তার বর্ণা, ৭ নম্বর ওয়ার্ডে খাদিজা আক্তার ও লাকী আক্তার, ৮ নম্বর ওয়ার্ডে ঝুমুর বেগম ও সুমা আক্তার, ৯ নম্বর ওয়ার্ডে রেখা খানম, ১০ নম্বর ওয়ার্ডে আঞ্জুয়ারা বেগম, নিয়তি রায়, মোসা. মাসুদা খানম ও মোসা. হোসনেয়ারা। গত ১২ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। পরে রাতে কেসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ফল ঘোষণা করেন।