দিনাজপুর বিরামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধব-১৭) উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রিয়া সংচ্ছার সহযোগিতায় বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপচ্ছিত ছিলেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভাঃ) মেজবাউল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,অফিসার ইনচার্জ বিরামপুর থানা (তদন্ত) মমিনুল হক,বিরামপুর প্রেসক্লাব সভাপতি মো: আকরাম হোসেন,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবীব প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে বিরামপুর উপজেলার ৮ টি ইউনিয়নের ৮ দল অংশগ্রহন করেন। মুকুন্দপুর ইউপি অনূর্ধ্ব-১৭ দল ও জোতবাণী অনূর্ধ্ব-১৭ দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। উভয় দল নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলাটি শেষ হয়। দু’দলের মধ্যে ট্রাইব্রেকারে মুকুন্দপুর ইউপি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়লাভ করেন। পরবর্তী সময়ে পলিপ্রয়াগপুর ইউপি অনুর্ধ্ব-১৭ দল ও কাটলা ইউপি অনূর্ধ্ব-১৭ দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে কোন অনূর্ধ্বদল গোল না করতে পেরে নির্ধারিত সময় শেষ করেন। পরে ট্রাইব্রেকারে কাটলা ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ী হন। খেলাটি পরিচালনা করেন ওবায়দুর রহমান বিপ্লব ফওজার উপজেলা ক্রিড়া সংচ্ছার মুক্তি মাহমুদ খান ও মুস্তাফিজুর রহমান মাসুম খেলাটির সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান আসাদ।