গতকাল সোমবার ১২ জুন আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হবে । তারই ধারাবাহিকতায় গতকাল ১১ জুন রবিবার সকালে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে সকল ডিউটিরত অফিসার ও ফোর্সদের সাথে এক ব্রিফিংয়ে মিলিত হন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা (বিপিএম – সেবা)। এ সময়ে তিনি খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে যাহাতে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে ভোট কেন্দ্রে ডিউটিরত অফিসার ও ফোর্সদের সার্বিক নির্দেশনা প্রদান করেন। তিনি এ সময়ে আরো বলেন ভোট কেন্দ্রে ডিউটিরত সকল অফিসার ও ফোর্সদের সর্বোচ্চ সতর্কতার ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। প্রয়োজনে সহিংসতা এড়াতে কঠোর পদক্ষেপ পালনেরও নির্দেশ দেন কেএমপি’র কমিশনার। তিনি আরও বলেন আমরা কেএমপি খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে চাই। কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঁঞার সভাপতিত্ব এ সময়ে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ এন্ড ও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম -সেবা) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার(উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার ( সিটিএসবি) রাশিদা বেগম (পিপিএম- সেবা) ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান (বিপিএম) ডেপুটি কমিশনার ( প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহমেদ, (পিপিএম) ডেপুটি পুলিশ কমিশনার ( দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলা, ডেপুটি পুলিশ কমিশনার (এফ এন্ড বি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ই এন্ড ডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (আর সি ডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।