বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খুলনা সিটি করপোরেশনে নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে চিঠি পাঠানো হয়েছে। সোমবার থানা বিএনপির আহবায়ক, সদস্যসচিব, ওয়ার্ড কমিটির আহবায়ক, সদস্যসচিবসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সতর্ক করে এ চিঠি পাঠিয়েছে খুলনা মহানগর বিএনপি। মহানগর বিএনপির সদস্যসচিব স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৯ জন কাউন্সিলর প্রার্থীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানানো হচ্ছে। যদি কোনো নেতাকর্মী নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে কেন্দ্রে তাদের নাম পাঠানো হবে বলে সর্তক করা হয়েছে।