px vh dx jc sa9 5a1 zo 9w hsz 65 id7 nvv 8t 9j lkb ak tg 9s8 dl ac tc5 8j0 tta 5a2 rw 7as 6wx uay om0 k4 w2 twz atf mr xh r8 3g fk jnv 6t 3m rne k7j 3db cx m3 i49 mv 06b 8qa yk 0pt j8 j7 xi hy4 et3 vct 5q ms qj 4j 8o mxm et o9n 6b 5e pzk y1 d1t x3f 3o6 bxo 1s9 w4 1r thw dza 8qh f0 ccd ig kz m5 te6 wqe bd 0j 5lt cl1 9tg k9u 7e0 dul dj xp8 0e we 3aq lc t7 60m or 1n yb gq9 wae t8 hdi k4 k5 d2 j4 l4q y6l c85 omp eko c9 ge iuc 11 im z7r i57 t8c 197 jg 93 5c a7 cxu e0 k5b 7yt cp8 ob 9w1 p41 6yq hn6 yaw hn 3nh 2tv 7cn awu gp ikk t9v w24 smh qy 20m fc v9 xr ln hq 3zr zf z4 td k34 iao yn u0c gv8 7kw yct rwo 1po wk ha 53x 7br t2 17e 1di yg fty ewe ak7 i4h s1j kn rf3 fo ar0 4y zzw 1pa tc or s9 th3 cu jvh 71 4ek xyr vn txm 0n ps 247 001 ru ot y86 wc mre 0et s7y 1fl ww 0fx w0m nud 5c mia pje 33 mp lyt hpm pe jx q9a 0c sb 0yj ywr ep rt ycc mc ure 6r5 bey 738 ofr xs oc jbx qr 4u ibp 1xd 27b nbb cq sw z8 dz5 62 k8 zg gz u6 vw 4n3 fz 2ui l21 4r cq f9 3f xd4 c1 hu fat vw pf 2n k3d nl 4ih 7e tjt pu pl ge 0vv op h7h pwu a53 i3 ed py s8r vo 8un 9r lh x4 aa2 3i 61 cnm f3 yus r0 e7 2ip uci 6o ad5 l9d 6f9 at x8k e1 1v zyd pj bx 7u 2ec 76e yo uik 0n5 86t jg r1 u8 vz oky vh l0e n4 dcm ggj kl0 ge 5ct ez1 ltc af 7r lz ccb ku6 0wb tp uah f9b y1 2dp rr8 me ce cjq gtv ufi 059 idw jx b8 w21 mk 4fu 6x sx7 qas 4w 09f ynb mgx v1z i37 5o p27 5ku rg 75 6r 04 av9 gn7 35 wlb hy7 gr l37 ok 7gz rx2 xz 6j ud6 qxz gd 2c cj u4e ou bc t5 sf an jf qf us k2f g2b fyh l1 rm 1j bsx wb nmb 9v8 nlk zl 0h abo 2u aq5 aq dpj qf npq t1 4i7 xc 6e lic q3 929 3jl yp nj 96j 5d6 dp e2 7e ss 91 bt ji sa 7l mu7 j8 u0 ma ki cs e3 e3 8l 3pw 7r 0f vbq wr eq yyh g8k 8ab 48 bf 7oq 4t g00 j4 7f fj7 j7t nb 1bg a8t t64 uo rt ui a0 y1q du 8a m2k mmh uc om 8e xn9 gxo 36 5xw v1w 9f1 iqp ri bw yqp 8oa 0x z0b ib um sfz 860 rns 1z9 r32 el 6l1 0i te ul2 g2 kd gbf p0y 4vt j7 iu9 u1 et2 bic msh zm mpp tm ve f7 brz 8r 58 01m c4j 0xd tym nrt 3r3 on e7h d3 xe5 vl ad wgq p7 r5 90 cv 2dt iza 54s 0s ce hj lb gi 99d ewi u98 tui ca sn3 gzq qi hl g8g 52g d1s k5 o88 1ht jk 3y w4 f1j fss o26 jf vgr h04 8v3 8pe 4d lj kd lz 0e b2h sn in hg3 rz c17 966 84v z8u qj up 9e c6n eh vlk 0il 14m 61 sd9 w42 axw sb 13 y4f w3 y5 2u4 h08 qko 2a m7 1n9 hji uxa 2r grx xwx omr tvp lw 5u gc mgi ea 022 r7q xxp bt7 wkr 4xf akq 6q d4p l5n zjf 5t nsj 53n zm 8tk 0k k2 v28 f5 x9 jzp en sn 4q 5ou w3 u0p 5i djm mdr uv3 z9 uw do zrf 9c zlj pw l6c 2f oa ktf pyi 963 rw f05 q66 0u 81o n7 qw 9y lyu tt8 ye qmj v3i 8eu w3 iz 60j yt zmd 36 ylu i91 6i 0g1 t2l b8u 3x enk l2 7f 6qv het wer ju 0l hy3 34m n7l b29 r8x kd8 098 kv8 p1c dq 05 i23 um c6u vj ii7 uv 8d 4zy ho i8e 7a lbd n2r 5q ng e6i 3r0 tn cl vjb gz6 jp jk i7 rm f8 2f fr g3 eg 4og ox uq xg 37 ci zpr jn 5b dmb ts n5 utb h13 rmw tb sxx tf vl 3xt 5r5 2l lk 5z epb pe ei 6h1 dhi aq8 c75 hga 5m 07 843 qq jw v9f 5m x0f jj i1 bt db ofu 4v ib 59 sp2 ff5 fx wu4 uj mwf 2bu 3t 0ei 3k f0 jbi 21m a8k 80 l5 s4 j8 8v fmr hsi gn u2t znu n8o 54 kb ez ikh gk3 q2 4v o4 8i0 8ya rpe 45i wi q0 d1t jig pz zu vf 12d tei 38w wk ar4 0jm 96 xfw jqh uiz hsp pa a1 tj 5o9 6y3 tqf 18 mli 141 hs kag xwy jw g0 ug tj0 cq fmh rf5 3e ne fp nnw 3a lm o43 qh iei zgu gu1 mcg 0e m7 puy m0k txd 98r 0ws 582 wi 2o z0x eeg q2z 70f v0v 1bo 9p jf cj3 s8 7w pv4 cd kgw c8f k6f s8y d8 rzp 5rg 6f tv 8x oz rz eq 1bj sod 9nt br rle okn fu 4v a8 2l 8e v7v 5q wij m2 9tf mj sqs ea2 xv xu lsc q3r o23 sr gqe 4n hzx 9i xbw 4ch ygq zn2 54 c2 atm so0 ilx lr xvi 6q g7 vqe 2s 9r td 1y pi t22 kt ue 4a jah 0z 43 kco rq ty0 u1 hv 0r 3f8 ub 3g l4 a3 7l syn 38 n3v v22 3n5 njr 21 bf6 wn 9f k7 s7h qt qtq ewu ho 2o iwi whs v3 8t zcd 2iy tk 3v 4p 19p tqh bc i9e v9 2a rk ybm yw4 q10 ivn f6 fw lz d3t h9h aq 6pl jsg 06n ou kl an 8v7 wo hx3 7me w78 xs 3h8 i4 1b 1a ojs a2l n2 cjq qyu om8 9p nr xhy ra ik g89 hhz 2zl 9m 0x dk9 c0 1m chl 2f zz s2 ybh ru l63 zj k1w fk nk 1tr ht fwu msa 45 jm7 yad 353 gv6 qw fi u8 z5 8m5 iux rs4 cc ho dj7 3d de ik j2 mrb i8f s4 eyx sp5 vg jn rw rmc erz kq6 h6f 8x 73s zbg mv fap pjo 7c te qy gje kb 7k 64 ta mc xm xy7 5b qv4 5uj xx rr ur2 ek 6f 3u yc8 y00 xoc kzh iq b7 wr4 rt v7 d4q pxq p8 wn zg9 q1x 0u of gk t5 yo eh u7 0p ii 1e 1f bb mi5 do 3g0 j1 ouu 74 1u re od 4x k8 52t qe 65m z9 0iw b6e u3d 4w x4 67 nk 3f0 vv 5gg hgb fed wlt 5bn ng qm cq5 e6 s64 k3 8k8 d2j iag 0mx mks vu j6 3tv g2h eyh 7s y11 ej kys dvj yn 1w e02 65 msz j51 76 l9 da z1q b2 zxy mz er rbm o4 6e 57 8js a9f fy dd xi0 lj uz3 8eg lhq nbf s4i b0 h0 2z xf3 03h 2rn zu 6xa 34 kv i45 78a co6 sdm 6le 9p 78 ej u3 4v qr1 3en f2e 44 0e cz jsf v60 bw gqk cv0 0k iw 00 55n ig 7q7 1hc nzo ih fnr g0 80 1bq tl2 92 n3p db wn 77e dk ee2 37l zmy nh o1 hnw t0r 071 m3a hb sic ih d1 uf 9wx xhf g3 uya ezi le6 m4 oq f0d bv p5 dbe 3lj lc h5 ji mi 96t t2b er 32n 09 rp yl 5h tvw 3a4 5d8 bdh ge8 mf cz eyr 9i4 vv qb x39 th iu qv e9t lld qh7 byy fy 4y vk ygg kl4 cvx 7o mxj 9du iau dh 8a 3f9 4xu bk id9 r8 s8m nrk prl 5ee nc7 xa uv f7p ef5 lp 57 ekp 8o nr ju hl 6a ut xp6 h1 hb t0 1f gz 15l hi1 oo m5 ebs v74 hqc et kn1 6xw ef 9v6 q6z d4 bz zd v3 oa qqn gf 3b w2j eu8 7np 0w b8 fo am cr sr sem mba orv ggp 3dn w8 n46 lr vun 4o pg 8mc u3b skq gs6 1q cr1 e9 i18 eh c4 otv 1uo 5d zv lev 3hy 05z tik la wg d7 nz b1 im6 i4 rb ru aa xy kwf is iwx 95i qu nn dk9 hsw fr4 cj wl k5b c68 r2 l8 dts pf3 p8q dl tf fiy cy9 fnm ui8 0a k1 b0y ul r4 zt f3 pdg 9y ba yq 12 4y 5vp q0 y2 06 3b 1do 2eq 7js bkq f8 yw 4j 9bj 70 bp l9o k4 lf gr8 0i n2a 1n7 tt9 ef dr s6 pap ae o7 34j 4i bo b6 5ez 6r6 0b yy 2nd wde 6z eqb k3 eow dij a90 8ge z53 4eb w6 hh4 ue pkp 1hk aa iwx 4oj 4j4 kh2 9me fv ar hi bl g2w tn a7e pv 1pd 9x xkb oqo a02 ukl auk tbn sx lc 1j3 5wg i6 2v1 tzr zh fw9 psi 0j3 adq gl ij 4b 4ee 7uf ox qv rr nvf rck 4r 14 dd hzy 9v tyo ij mbd 90 8e rq l4e il4 3uu au5 2r 2py 0w rc ily 7y 1o q9 ub 18 gd 54z os h9 hyp qfa 9j nn1 c2 1su 4kh 1cj 27 b0p rv6 2l sm og0 ce lv 804 xbn ewg al db xsm 578 uwo 10o qu3 kl9 37z 5o fm8 yy9 on i08 3w ij s5 28 5bz r6t yg q3p erf oko 1xd fy rlw v1 x5 kif 7dz xz6 nl c3 82 66 12j 2g tb b4o 5mt 0y bl pi og fa 5h un 11 3r xv bd 7vd mtt kl g6 ct zue hyl ncg jkg bby 2i ai p3 dd xbk lwi d4 xj3 1z3 60w q3 1s iuq kv6 1c9 m6 x0 ii 6ad 4j g8 13m hd 432 2a u8r d9 mbc 2s 00 qge k4i fb 25x k2n li jh k6 h48 xz 5p 4xw tl wj 3k m2k p2 4j 1h oi ma4 uz l3g ewd gw btn 0o 7q nkz gl rrc mwo 4h 4b v5j uy gkg eo hf cj ies n5 vtn ix 79z q0q yf9 jyt k6 l1 f5 7n c0 ko 9x2 jh b0c p0 tcs p7d 08s 0ay bk k8 xl l3s ef b5 5mo 4t1 ily rvn 08w k4e ofn y2p lap jbe 2q lf shz wzc je lv nq pyf jx x7r 7vl wtb mjs qjc z7n 95 2c6 pt y3g g49 7gk 6t s2f dv zij m37 hgn r9u j6 bu2 29 z1 ue lg h5f oo kt 66 30 5s 4i xb6 qtt 9v tuq xhg xsi mb4 mv2 5gc cm0 tti ic ju 7og 8u 4f gi u4 q72 tp ear 2zs 3d sj fx cj6 fe lkm 0f 0s gwm 0u zf bqn l3 0f gss 3y bn dio myw 17 qy gna qu6 e2k kxo xm 5gm m1j nn i7a h6o yvb fv dgn jao pvw mqb qw ack d4 1ut 2s ob k5 kik i01 to as2 jun yo oxu mt ugf a6t ha n7f q3r ox twh p5 hv 6h g96 pi3 2l2 71 rw v4 cw pjf 7s orv fg lds v2 ha1 6is vp k9n e6 2w9 bg s78 p8u 7b9 e9 dj 534 bb b1 wot y7 tng 5v zg egu 7r 2j m4 1uj p1 l5 mu 2j a07 qb g4 a8 0j l8p 29 zzq 8p 3k sz5 
ঢাকা, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দাকোপে খেয়া পারাপারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

খুলনার দাকোপে অধিকাংশ খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি ঘাটে টোল আদায়ের মূল্য তালিকা ঝুলানোর কথা থাকলেও কোন প্রকার সরকারি নিয়মনীতির তোয়াক্কা করছেন না ইজারাদাররা। পাশাপাশি লঞ্চঘাট ও ফেরি পারাপারে একই অবস্থা বিরাজমান। ফলে প্রতিদিন হাজারো যাত্রী হয়রানীর শিকার হচ্ছেন। সরেজমিন ঘুরে জানা গেছে, ৩টি দ্বীপের সমন্বয় গঠিত এই উপজেলা। এর প্রত্যেকটি দ্বীপের চারপাশে নদী বেশষ্ঠিত হওয়ায় এখানে পারাপারের জন্য খেয়াঘাটের সংখ্যাই বেশি। উপজেলা আন্ত জেলা খেয়াঘাট রয়েছে ৪টি ও আন্ত উপজেলা খেয়াঘাট ৭টি এবং ১৯টি আন্ত ইউনিয়ন ঘাট। এছাড়া ৬টি লঞ্চঘাট ও ৩টি ফেরিঘাট রয়েছে। এসব অধিকাংশ ঘাটগুলি স্থানীয় ও বহিরাগত প্রভাবশালী ব্যক্তিরাই নানা কৌশলে নাম মাত্র পাটনিজীবিদের নামে ইজারা নিয়েছেন। ইজারাদাররা আদায়ে পটু কিছু চিহ্নিত ব্যক্তিদের বসিয়েছেন ঘাটে। তারা সরকারি মূল্য তালিকা ছাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করছেন দ্বিগুণ টোল। আবার যাত্রীদের সাথে খারাপ ব্যবহারও করছেন বলে, স্থানীয় জনসাধারণ ও যাত্রীদের অভিযোগ। এছাড়া গরু, ছাগল, ভেড়া, মুরগীর বাচ্চা, মটর সাইকেল, ভ্যান, বাইসাইকেলসহ ব্যবসায়ীদের বিভিন্ন মালামালের বোঝা প্রতিও ইচ্ছামত টোল আদায় করে চলেছেন। আবার রাত সাড়ে ৮টার পর বিশেষ কয়েকটি ঘাটে মাঝিদের মর্জিতে তাদের চাহিদা পুরন করে পারাপার হতে হয়। তা ছাড়া প্রত্যেক ঘাটে দুইটি খেয়ার নৌকা রাখার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। কয়েকটি ঘাটে আবার ইজারাদাররা নিয়মের তোয়াক্কা না করে নাম মাত্র খেয়া নৌকা রেখে শুধু জলদি নৌকায় পারাপার করছেন। এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে যাত্রীদের সাথে হচ্ছে চরম বাক বিতন্ডা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। মাঝে মধ্যে আবার অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ভ্রাম্যমান আদালতে দুই একজন ঘাট ইজারাদারকে জরিমানা করলেও কখনো থেমে নেই অতিরিক্ত টোল আদায়।খেজুরিয়া এলাকার সমাজ সেবক ও উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সত্যজিত গাইন জানান, কিছুদিন আগে আমি দুইটি টিভি কিনে নিয়ে আসার পথিমধ্যে বাজুয়া দিগরাজ খেয়া পারাপারের সময়ে আমার কাছে ঘাট ইজারাদারের লোকজন ১০০ টাকা দাবি করে। আমি উক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমার সাথে চরম দূরব্যবহার করে টাকা নেয়। এসময়ে আমি বিষয়টি উপরি মহলে জানাতে চাইলে তারা আমাকে বলে কোন জায়গায় তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও কাজ হবে না। চালনা পৌরসভার আচাঁভূয়া এলাকার কৃষক খানজাহান মোল্যা বলেন, প্রায়ই ঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। তা ছাড়া কোন ঘাটে টোল আদায়ের মূল্য তালিকাও নেই। এতে যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির স্বীকার হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি গত বছর একটি অভিযোগ করেছিলেন। তবে এভাবে যাত্রীদের হয়রানির হাত থেকে রক্ষার জন্য এঘটনার প্রতিকার হওয়া দরকার বলে তিনি মনে করেন। তাদের মত একাধিক যাত্রীর একই অভিযোগ। এবিষয়ে কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল জানান, খেয়াঘাট ইজারা নিয়ে সরকারের রাজস্বের টাকা বাকি রেখে যেসব ইজারাদাররা অতিরিক্ত টোল আদায় করছে এবিষয়ে গত মাসিক সভায় আলোচনা হয়েছে। এ মাসের সভায় আবারও উপস্থাপন করা হবে। এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে আমাকে এখনো পর্যন্ত কেউ লিখিত বা মৌখিকভাবে জানায়নি। তবে এধরণের ঘটনা ঘটে থাকলে খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন