খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তিন মেয়র ও দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রেখেছে আপীল কর্তৃপক্ষ। শুনানী শেষে মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান, মো. আবদুল্লাহ চৌধুরী ও কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন আপীল বোর্ড। মঙ্গলবার (২৩ মে) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চার মেয়র প্রার্থীসহ ৯ জনের আপিল শুনানি হয়। এছাড়া নগরীর ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শমসের আলী মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর ফলে ওই ওয়ার্ডে একমাত্র প্রার্থী রয়েছেন জেড এ মাহমুদ ডন। তাছাড়া ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ হুমায়ুন কবিরের প্রার্থীতাও বাতিল হয়েছে। আপীলে প্রার্থীতা ফিরে পেয়েছেন জাকের পার্টির মেয়র প্রার্থী এসএম সাব্বির হোসেন, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ইউসূফ আলী খান ও ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জাকির হোসেন। বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিভাগীয় কমিশনারের নিকট ১৬ জন প্রার্থী আপিল করেছেন। যার মধ্যে ২২ মে প্রথম দিনে সাত প্রার্থীর আপিলের শুনানি করা হয়। আপিলে প্রার্থিতা ফিরে পান সংরক্ষিত ১০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোসা. মাসুদা খানম, সংরক্ষিত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাছিমা আক্তার, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. অহিদুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. দেলোয়ার হোসেন মাতব্বর। এদিকে ওই দিন আপিলেও প্রার্থিতা বাতিল হয়েছে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জাহিদুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জামান মোল্লা ও ২৩ নম্বর ওয়ার্ডের মো. আমিনুল্লাহ বাহারের।