খুলনায় ফরমালিনমুক্ত পাকা আমের ইজি ফ্রুটস স্টলের উদ্ধোধন করা হয় রোববার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে। প্রধান অতিথি হিসেবে উক্ত আমের স্টলের ফিতা কেটে উদ্ধোধন করেন খুলনা কেসিসি’র প্যানেল মেয়র ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ আলী আকবর টিপু। এ সময়ে তিনি বলেন সাতক্ষীরা জেলা থেকে আমের বাগান কিনে সেই পাকা আম গাছ থেকে পেড়ে এই স্টলে বিক্রি করা হবে এটি নিঃসন্দেহে ক্রেতাদের জন্য সুখবর। আমের মৌসুমে বাজারে হরেক রকমের আমের ছড়াছড়ি কিন্তু কতটা ফরমালিনমুক্ত সেটি তদারকির বিষয় রয়েছে। তবে এ স্টলের আম গুলি মানসম্মত ও ফরমালিনমুক্ত ক্রেতারা প্রতারিত হবেননা বলে আমি আশা করি। উক্ত ইজি ফ্রুটস আম স্টলের স্বত্বাধিকারীরা সাদমান কবির সৌমিক ও তানভীর আহমেদ স্বজল বলেন মৌসুমের শুরুতে সাতক্ষীরার আমের বাগান কিনেছিলাম। এখন সেই ফরমালিনমুক্ত হিম সাগর আম সরাসরি গাছ থেকে পেড়ে এনে আজ থেকে এ স্টলে বিক্রি করছি প্রতি কেজি ৭০ টাকা দামে। উক্ত আম বিক্রি করে লাভবান হবো বলে আশা করি। উক্ত আমের স্টলের উদ্ধোধনী অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন দৈনিক রাজপথের দাবীর সম্পাদক এস এম জাকির হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইকরামুল কবির মিল্টন, বিশিষ্ট ব্যবসায়ী যথাক্রমে মোঃ হুমায়ুন কবির খোকন ও ফাররুখ হাসান, সাদমান কবির সৌমিক, তানভীর আহমেদ স্বজল, নাইমা ফেরদৌসী, তারেক চৌধুরীসহ প্রমুখ।