জবি প্রতিনিধি: রাজশাহীতে ২১ মে (রবিবার) বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ।
সোমবার (২২ মে) সকাল ১১টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, শান্ত চত্বর, বাংলাবাজার, ভিক্টোরিয়া পার্ক হয়ে রফিক ভবনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমুচিত জবাব দেওয়া হবে। এছাড়া হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার শাস্তি দাবি করেন নেতাকর্মীরা।
বিএনপি নেতার এমন বক্তব্যে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, বিএনপি সবসময় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে।বাংলাদেশের জনগণের প্রতি তাদের ন্যূনতম আস্থা নেই।বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে বিদেশি দূতাবাসের সহযোগিতায় ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’কে হত্যার হুমকি দিয়েছে। এই হুমকির মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করলো তারা হত্যার রাজনীতি বিশ্বাস করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের ষড়যন্ত্রের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল। খুনি জিয়ার প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধুর হত্যাকান্ড ঘটেছে।
২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি -জামায়াত নেতৃত্বাধীন চারদলীয়জোট সরকার দেশরত্ন শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিলো। চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ,ছাত্রলীগের অগণিত নেতা-কর্মী তাদের হত্যাকান্ডের স্বীকার হয়।
আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ স্পষ্ট বলতে চাই দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা রক্ত দিতে সর্বদা প্রস্তুত। বিএনপি -জামায়াতের ষড়যন্ত্র আমরা বেঁচে থাকতে বাস্তবায়ন হতে দিবো না। অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’কে হত্যার হুমকি দাতা আবু সাইদ চাঁদকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে এধরণের ধৃষ্টতা দেখানোর সাহস কিংবা স্বপ্ন যাতে কেউ দেখতে না পারে।
সভাপতি মো. ইব্রাহীম ফরাজি বলেন, ১৭ কোটি বাঙালির আশ্রয়স্থল জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন জাতিসংঘ থেক “দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ” নামে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা স্বীকৃতি পায় তখন বিএনপির গায়ে জ্বালা ধরে যায়। বিএনপি নেতা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় আমরা ছাত্রসমাজ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী যদি অতি দ্রুত ঐ কুলাঙ্গারকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তাহলে আমরা ছাত্রসমাজ হাত গুটিয়ে বসে থাকবো না। তুমুল প্রতিরোধ গড়ে তুলবো।
উল্লেখ্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর এমন বক্তব্যের প্রতিবাদে ইতোমধ্যে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।