র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বুধবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার জেলার নবাবগঞ্জ থানাধীন কলাকোপা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০৬,০০০/- (তিন লক্ষ ছয় হাজার) টাকা মূল্যের ১০২ (একশত দুই) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ সেলিম রানা (৩৪) ও মোছাঃ শবিতা (৩২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১,০৩,৫০০/- (এক লক্ষ তিন হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়। এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন পূর্ব চনপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭৮,০০০/- (আটাত্তর হাজার) টাকা মূল্যের ২৬ (ছাব্বিশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ তোবারক হোসেন (৫৬) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ- ৮,০০০/- (আট হাজার) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।