গ্রেফতার এড়াতে দীর্ঘ চার বছর ছদ্মনামে আত্মগোপনে ছিলেন হত্যা মামলার আসামি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের দরবেশ শেখের ছেলে ফজর আলী শেখ (৪৫)। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। বুধবার সকালে আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহের ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, আজ আসামি ফজর আলীকে আদালতে পাঠানো হবে। থানা সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘ চার বছর ধরে ছদ্মনাম ব্যবহার করে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে ২০১৯ সালের ২২ আগস্ট বিকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফজর শেখের সঙ্গে তার পিতা দরবেশ শেখের কথা কাটাকাটি হয়। এর পর তা আক্রমণাত্মক পর্যায়ে চলে যায়। এসময় চাচি লিলি বেগম ঠেকাতে গেলে ভাতিজা ফজর আলী শেখ তার পেটে ছুরি ঢুকিয়ে দেন। এতে লিলি বেগম মারাত্মক আহত হলে পরিবারের লোকজন তাকে দ্রুত পাশের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর থেকে ফজর আলী শেখ পলাতক ছিলেন।